করোনার চিকিৎসায় হাসপাতালে নগদ লেনদেনে বিধি বদল আনা হয়েছে। কোভিড চিকিৎসায় হাসপাতালের ২ লক্ষ বা তার বেশি টাকার বিল এ বার মেটানো যাবে নগদেও।
করোনার চিকিৎসায় রোগীর পরিবারের সুবিধার্থে নগদ লেনদেনের নিয়মে পরিবর্তন আনা হলেও হাসপাতালের বিল মেটানোর ক্ষেত্রে PAN, Aadhaar Card দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
শুধু তাই নয়, করোনার চিকিৎসার ক্ষেত্রে যিনি হাসপাতালের বিল মেটাচ্ছেন, রোগীর সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা-ও জানাতে হবে হাসপাতালে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে।
Granting further relief in view of severe Covid pandemic, provisions of section 269ST of Income-tax Act,1961 relaxed by the Central Govt.
— Income Tax India (@IncomeTaxIndia) May 7, 2021
Allows Hospitals/Medical facilities etc providing Covid treatment to patients to receive cash payments of Rs. 2 lakh or more.(1/2) pic.twitter.com/d6AZtqJPKM
করোনার চিকিৎসায় রোগীর পরিবারের সুবিধার্থে আয়করের কোন নিয়ম বদলে ফেলা হল? আয়কর আইনের section 269ST-এর বিধি-নিষেধ বেশ কিছুটা সিথিল করা হল বা নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
এতদিন পর্যন্ত আয়কর আইনের section 269ST অনুযায়ী, কোনও ব্যক্তির কাছ থেকে একদিনে, একক বা একাধিক লেনদেনে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা নগদে ২ লক্ষ বা তার বেশি টাকা নিতে বা দিতে পারতেন না।
এ বার করোনা পরিস্থিতিতে রোগীর পরিবারের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আয়কর আইনের section 269ST-এর বিধিনিষেধ বেশ কিছুটা সিথিল করল বা নিয়মে পরিবর্তন আনলো দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)।
করোনা চিকিৎসার খরচে এ বার আয়কর স্বস্তিরও ইঙ্গিত মিলেছে। করোনা চিকিৎসায় ২ লক্ষ টাকার বেশি খরচ হলে মিলতে পারে আয়করে ছাড়! চলতি অর্থবর্ষেই মিলবে এই সুবিধা। ট্যুইট করে ঘোষণা আয়কর বিভাগের।
শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রোগী ভর্তি করা নিয়ে নতুন সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, হাসপাতালের দ্বারস্থ হওয়া কোনও রোগীকেই ফেরানো যাবে না।