scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Covid চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা ছাড়িয়েছে! বড় স্বস্তি আয়কর দফতরের ঘোষণায়

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 1/9

করোনার চিকিৎসায় হাসপাতালে নগদ লেনদেনে বিধি বদল আনা হয়েছে। কোভিড চিকিৎসায় হাসপাতালের ২ লক্ষ বা তার বেশি টাকার বিল এ বার মেটানো যাবে নগদেও।

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 2/9

করোনার চিকিৎসায় রোগীর পরিবারের সুবিধার্থে নগদ লেনদেনের নিয়মে পরিবর্তন আনা হলেও হাসপাতালের বিল মেটানোর ক্ষেত্রে PAN, Aadhaar Card দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 3/9

শুধু তাই নয়, করোনার চিকিৎসার ক্ষেত্রে যিনি হাসপাতালের বিল মেটাচ্ছেন, রোগীর সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা-ও জানাতে হবে হাসপাতালে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে।

Advertisement
Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 4/9

করোনার চিকিৎসায় রোগীর পরিবারের সুবিধার্থে আয়করের কোন নিয়ম বদলে ফেলা হল? আয়কর আইনের section 269ST-এর বিধি-নিষেধ বেশ কিছুটা সিথিল করা হল বা নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 5/9

এতদিন পর্যন্ত আয়কর আইনের section 269ST অনুযায়ী, কোনও ব্যক্তির কাছ থেকে একদিনে, একক বা একাধিক লেনদেনে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা নগদে ২ লক্ষ বা তার বেশি টাকা নিতে বা দিতে পারতেন না।

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 6/9

এ বার করোনা পরিস্থিতিতে রোগীর পরিবারের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আয়কর আইনের section 269ST-এর বিধিনিষেধ বেশ কিছুটা সিথিল করল বা নিয়মে পরিবর্তন আনলো দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)।

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 7/9

করোনা চিকিৎসার খরচে এ বার আয়কর স্বস্তিরও ইঙ্গিত মিলেছে। করোনা চিকিৎসায় ২ লক্ষ টাকার বেশি খরচ হলে মিলতে পারে আয়করে ছাড়! চলতি অর্থবর্ষেই মিলবে এই সুবিধা। ট্যুইট করে ঘোষণা আয়কর বিভাগের।

Advertisement
Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 8/9

শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রোগী ভর্তি করা নিয়ে নতুন সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, হাসপাতালের দ্বারস্থ হওয়া কোনও রোগীকেই ফেরানো যাবে না।

Cash Payment For Covid Treatment: Covid চিকিৎসায় খরচ ২ লক্ষেরও বেশি! স্বস্তি কেন্দ্রের ঘোষণায়
  • 9/9

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও রোগীর কাছে কোভিড পরীক্ষার রিপোর্ট না-ও থাকে, তাহলেও তাঁকে ভর্তি নিতে হবে হাসপাতালে। অন্য শহর থেকে আসা রোগীদেরও ভর্তি নিতে হবে হাসপাতালে।

Advertisement