scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

BMW Scooter: দেখতে দুর্ধর্ষ, হেলমেট না পরলে স্টার্টই হবে না এই স্কুটার, কিনবেন নাকি?

বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 1/8

নামি-দামি বাইককেও টেক্কা দেবে এই স্কুটার। যে-ই দেখবে চোখে ফেরাতে পারবে না। এমনই স্কুটার বাজারে এনেছে BMW Motorrad India। শুধু তাই নয় হেলমেট না পরলে এই স্কুটার স্টার্টই হবে না। 

বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 2/8

BMW C400 GT-র দমদার ইঞ্জিন
    
BMW C400 GT-তে রয়েছে ৩৫০সিসির ওয়াটার কুল্ড সিঙ্গল সিলিন্ডার ৪-স্ট্রোক ইঞ্জিন। মানে রয়্যাল এনফিল্ড বাইকের মতো শক্তিশালী। ৩৪bhp-র সর্বোচ্চ শক্তি। এবং ৩৫Nm পিক টর্ক জেনারেট করে। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৩৯ কিলোমিটার।    

বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 3/8

স্কুটারের দারুণ স্টোরেজ

স্কুটারে বিভিন্ন জিনিস রাখার বড় জায়গা রয়েছে। হ্যান্ডেলের নীচে রয়েছে ড্যাশবোর্ড স্টোরেজ। আছে একটি ইউএসবি মোবাইল চার্জার কানেকশন। এছাড়া সিটের তলায় রয়েছে মালপত্র রাখার আলাদা জায়গা।   

Advertisement
বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 4/8

স্কুটারের ডিক্কিতে নানা ধরনের জিনিস রাখেন সওয়ারিরা। তবে এটা মূলত হেলমেট রাখার জায়গা। আর তা নিশ্চিত করেছে BMW C400GT-র ডিক্কি। 
 

বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 5/8

আসলে BMW C400GT-র সিটের তলায় ফাঁকা জায়গার নাম দেওয়া হয়েছে Flexcase। আপনি গাড়ির হ্যান্ডের ধরার সঙ্গে সঙ্গে খুলে যায় ওই ফ্লেক্সকেস। আর সেটি খোলা থাকলে গাড়ি স্টার্ট নেয় না। ফ্লেক্সকেস থেকে হেলমেট বের করলেই স্টার্ট নেবে স্কুটার।                 

বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 6/8

MW C400GT ৩টি রঙে মিলছে। তবে ভারতে দু'টি রঙেই উপলব্ধ- সাদা (Alpine White) আর কালো (Style Triple Black)। 

বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 7/8

BMW C400 GT-র ডিজাইন অত্যন্ত মজবুত। ট্যাবুলার স্ট্রিল ফ্রেমে তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আছে দারুণ সাসপেনশন। হাই-স্পিডেও গাড়িকে ভারসাম্য দেয়। সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। এবিএস ও ডিস্ক ব্রেক আছে স্কুটারে। 

Advertisement
বিএমডব্লু সি৪০০ স্কুটার
  • 8/8

স্কুটারের দাম


বিএমডব্লু সি৪০০ স্কুটারের দাম অনেকটাই। ভারতে পড়বে প্রায় ১০.৪০ লক্ষ টাকা। ৩ বছর আনলিমিটেড কিলোমিটারের গ্যারান্টি দেওয়া হয়েছে।      

Advertisement