জনপ্রিয় গাড়ি আর্টিগার নতুন সংস্করণ আনল মারুতি সুজুকি ইন্ডিয়া। সাত আসনের এই গাড়ি ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নতুন সংস্করণে ৫টি বদল করেছে কোম্পানি।
Maruti Ertiga facelift ফ্রন্ট গ্রিল দিয়েছে সংস্থা। ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। দূর থেকে মনে হয় উড়ন্ত পাখি। নতুন ধরনের অ্যালয় হুইলও দেওয়া হয়েছে।
Maruti Ertiga facelift-র ইন্টিনিয়ার দুর্দান্ত। হালকা রঙের ব্যবহার করা হয়েছে। ড্যাশ বোর্ডকে কাঠের আদল দিয়েছে সংস্থা। পিছনের আসনে যাওয়ার পথও সহজ। এর সঙ্গে রয়েছে ইনফোটেইনমেন্টের ব্যবস্থাও।
Maruti Ertiga facelift-এ সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। Heartect Platform-এ তৈরি হয়েছে গাড়ি। রয়েছে চারটি এয়ারব্যাগ। EBD-র সঙ্গে রয়েছে ABS। হিল হোল্ড অ্যাসিস্ট সেফটি ফিচারও আছে।
মারুতি আর্টিগায় ওয়ান টাচ ভিডিও অ্যাপ, ক্রুজ কন্ট্রোল, অটো হেড ল্যাম্প, ফলো মি হোমের মতো ফিচার রয়েছে।
Maruti Ertiga facelift-এ ইঞ্জিন বদল করেছে সংস্থা। ১.৫ লিটারের K15C ইঞ্জিন দেওয়া হয়েছে। ১০১hp, ১৩৫Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। পেট্রোল ও সিএনজি ভ্যারিয়েন্ট উপলব্ধ। পেট্রোলে মাইলেজ মেলে ২০.৫১ কিলোমিটার। ২৬.৫০ মাইলেজ দেয় সিএনজি ভ্যারিয়েন্ট।