scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 1/10

করোনা আতঙ্কে কার্যত ঘর-বন্দি বাংলার মানুষ! ফলে বিভিন্ন ক্ষেত্রেই বেড়ে গিয়েছে ডিজিটাল নির্ভরতা। অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর বা জরুরি ওষুধপত্র, অনলাইনেই অর্ডার দিচ্ছেন বেশির ভাগ মানুষ।

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 2/10

মানুষের সঙ্কটকে কাজে লাগিয়ে প্রতারনার জাল পেতেছে কিছু অসাধু ব্যক্তি। অক্সিজেন থেকে অ্যাম্বুলেন্স, রক্ত থেকে জীবনদায়ী ওষুধ— সব ক্ষেত্রেই বেড়েছে কালোবাজারি, প্রতারনার কারবার।

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 3/10

কিন্তু প্রতারিত হলেও লকডাউনে থানায় গিয়ে অভিযোগ জানানোর উপায় নেই! তাই বলে কি অভিযোগ জানাবেন না? ঘরে বসেই অনলাইনে অভিযোগ জানানো যাবে পুলিশের কাছে। প্রয়োজনে করা যাবে জেনারেল ডায়রি বা FIR!

Advertisement
Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 4/10

কলকাতার বাসিন্দাদের যে কোনও সমস্যা, অন্যায় বা অপরাধের ঘটনা ই-মেল বা ফোন করে জানানোর অনুরোধ করে সম্প্রতি একটি টুইট করেছে কলকাতা পুলিশ। এ ছাড়াও ২০১৭-এ লঞ্চ করা কলকাতা পুলিশের একটি অ্যাপ বর্তমানে ঘর-বন্দি শহরবাসীর কাছে অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে।

 

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 5/10

কলকাতা পুলিশের তরফে ২০১৭-এ লঞ্চ করা Bondhu Kolkata Police Citizen App। কিছু মানুষ জানতেন, তবে অনেকেই এই অ্যাপের সম্পর্কে জানতেন না। এই অ্যাপ থেকে যে কোনও সমস্যা, অন্যায় বা অপরাধের অভিযোগ সরাসরি জানানো যায় লালবাজারে।

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 6/10

কলকাতা পুলিশের এই Bondhu Kolkata Police Citizen App থেকে হারিয়ে যাওয়া ফোন, চুরি বা খোয়া যাওয়া জিনিসপত্র, আর্থিক প্রতারনা, হয়রানি ইত্যাদি নানা বিষয়ে সরাসরি অভিযোগ জানানো যায়। প্রয়োজনে জেনারেল ডায়রি বা FIR করা যাবে এই অ্যাপ থেকে!

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 7/10

আপনার জানানো অভিযোগের স্ট্যাটাসও জানতে পারবেন এই অ্যাপ থেকে। যে কোনও সমস্যায় কলকাতা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে এই Bondhu Kolkata Police Citizen App থেকেই।

Advertisement
Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 8/10

কোনও বিপদে পড়লে এই Bondhu Kolkata Police Citizen App থেকেই SOS ফোন বা SMS পৌঁছে যাবে কলকাতা পুলিশের কাছে। তার জন্য এই অ্যাপে রয়েছে একটি PANIC বোতাম, যেখানে আঙুলের আলতো চাপেই আপনার বিপদ বার্তা পৌঁছে যাবে পুলিশের কাছে।

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 9/10

এই Bondhu Kolkata Police Citizen App অনায়াসেই ডাউনলোড করা যাবে Google Play Store থেকে। স্মার্টফোনে ইনস্টল করার পর নিজের মোবাইল নম্বর থেকে রেজিস্টার করে লগ ইন করে নিলেই হাতের মুঠোয় পেয়ে যাবেন কলকাতা পুলিশের সমর্থন।

Bondhu Kolkata Police Citizen App: থানায় যেতে হবে না, এই App থেকেই করা যাবে FIR, অন্যান্য অভিযোগ!
  • 10/10

তবে এ ছাড়াও যে কোনও অভিযোগ জানাতে http://www.kolkatapolice.gov.in/ ওয়েবসাইটে অথবা  jtcpcrime@kolkatapolice.gov.in মেল আইডিতে ইমেল করে বা সরাসরি এই ৯৮৭৪৯০৯৬৪০ নম্বরে ফোন করতে পারেন।

Advertisement