সরকারি টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য তিনটি নতুন ডিএসএল (DSL) ব্রডব্যান্ড প্ল্যান (Broadband Plan) হাজির করেছে, যার দাম ২৯৯, ৩৯৯ এবং ৫৫৫ টাকা।
BSNL তার ডিএসএল (DSL) ব্রডব্যান্ড প্ল্যানে (Broadband Plan) ২৯৯, টাকার ৩৯৯ এবং ৫৫৫ টাকায় 10 MBPS স্পিড দেবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি BSNL ৪৭ টাকার সস্তার প্ল্যান চালু করেছে। ৪৭ টাকার প্ল্যান চালু করার মূল লক্ষ্য হল গ্রাহক সংখ্যা বাড়ানো। চলুন জেনে নেওয়া যাক BSNL-এর তিনটি নতুন ডিএসএল (DSL) ব্রডব্যান্ড প্ল্যানের খুঁটিনাটি তথ্য...
BSNL-এর ২৯৯ টাকার এই প্ল্যানর নাম '১০০GB CUL'। এই প্ল্যানে BSNL গ্রাহকরা ১০০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের ক্ষেত্রে 10 MBPS স্পিড পাবেন। সংস্থার দাবি, ১০০ জিবি ডেটা শেষ হওয়ার পরও এই প্ল্যানে 2 MBPS স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।
এই প্ল্যানটি মাত্র ৬ মাসের সাবস্ক্রাইব করা যাবে এবং নতুন ব্যবহারকারীরা প্রথম ছয় মাসের জন্য ২৯৯ টাকার প্ল্যান সাবস্ক্রাইব করতে পারবেন। তার পরে মেয়াদ (ISP) শেষে ৩৯৯ টাকার DSL প্ল্যানের অন্তর্ভূক্ত হয়ে যাবেন গ্রাহকরা।
তবে ২৯৯ টাকার প্ল্যানে ৩৯৯ টাকার প্ল্যানের সুবিধা টানা ৬ মাস পেতে হলে BSNL গ্রাহকদের ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।
৩৯৯ টাকার প্ল্যানে ২০০ জিবি CUL ব্রডব্যান্ড প্ল্যানে (Broadband Plan) ২০০ জিবি ইন্টারনেটের স্পিড 10 MBPS পর্যন্ত হয়ে যাবে। এই DSL ব্রডব্যান্ড প্ল্যানর জন্য ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট করতে হবে BSNL গ্রাহকদের।
পাশাপাশি ৫৫৫ টাকার DSL ব্রডব্যান্ড প্ল্যানে 10 MBPS স্পিডে ৫০০ জিবি ইন্টারনেট ডেটা এবং এই ৫০০ জিবি ডেটা শেষ হওয়ার পরেও 2 MBPS স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।