scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে! প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে

১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে!
  • 1/6

১ মার্চ, আগামীকাল থেকে, আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত অনেকগুলি নিয়ম পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কের ক্ষেত্রে বেশ কয়েকটি বদল, রান্নার গ্যাসের দাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে!
  • 2/6

১ মার্চ রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হবে: প্রতি মাসের পয়লা তারিখে পেট্রোলিয়াম সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে। যদিও ফেব্রুয়ারিতে তিন বারে মোট ১০০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। সুতরাং, নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে গ্যাস সিলিন্ডারের দামে বদল হতে চলেছে।

১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে!
  • 3/6

আগামীকাল থেকে এই ব্যাংকগুলির বেশ কিছু নিয়মে পরিবর্তন হবে: ব্যাংক অফ বরোদা, দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংকের সংযুক্তিকরণের ফল স্বরূপ দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংকের IFSC Code এবং অনলাই লেনদেনের জন্য প্রয়োজনীয় কোড বদলে যেতে চলেছে।

Advertisement
১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে!
  • 4/6

SBI গ্রাহকদের জন্য KYC বাধ্যতামূলক: ১ মার্চ থেকে SBI গ্রাহকদের তাদের অ্যাকাউন্টগুলি সচল রাখতে চাইলে KYC করা বাধ্যতামূলক হয়ে যাবে।

১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে!
  • 5/6

Indian Bank-এর ATM-এ ২০০০ টাকার নোট আর মিলবে না: ১ মার্চ থেকে Indian Bank-এর  ATM থেকে ২০০০ টাকার নোট আর মিলবে না। তবে Indian Bank-এর গ্রাহকরা চাইলে ব্যাংকের কাউন্টার থেকে ২০০০ টাকার নোট তুলতে পারবেন।

১ মার্চ থেকেই বড়সড় বদল আসতে চলেছে এই ৫টি ক্ষেত্রে!
  • 6/6

টোল প্লাজায় আর বিনা মূল্যে FASTag মিলবে না: ১ মার্চ থেকে টোল প্লাজায় আর বিনা মূল্যে FASTag মিলবে না। FASTag এ বার ১০০ টাকায় কিনতে হবে, জানিয়েছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)।

Advertisement