scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Budget 2021: নতুন নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!

Budget 2021: নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!
  • 1/6

ফ্ল্যাট-বাড়ি তৈরি ও বিক্রি বাড়াতে ক্রেতা-বিক্রেতা, দু’পক্ষকেই আসন্ন বাজেটে (Budget 2021) আয়কর ছাড়ের সুবিধা দেওয়ার পক্ষে সওয়াল করল ‘দ্য কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন্স অফ ইন্ডিয়া’ (CREDAI)।

Budget 2021: নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!
  • 2/6

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, CREDAI গৃহ ঋণ প্রদানের ক্ষেত্রে আয়করের ৮০এস (80S) ধারার অধীনে কর ছাড়ের সীমাও বাড়াতে হবে বলে পরামর্শ দিয়েছে।

Budget 2021: নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!
  • 3/6

দেশজুড়ে ‘দ্য কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন্স অফ ইন্ডিয়া’ (CREDAI)-এর প্রায় ২০ হাজার সদস্য রয়েছে। সমস্যায় চলা রিয়েল এস্টেট সেক্টরকে বাঁচাতে উদ্যোগী হয়েছে CREDAI।

Advertisement
Budget 2021: নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!
  • 4/6

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন। CREDAI ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট’-এর (RIT) বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্য কর ছাড়ের সুপারিশ করেছিল। পাশাপাশি গৃহ ঋণের মূল পরিমাণ প্রদানের ক্ষেত্রে পৃথক ছাড়েরও পরামর্শ দিয়েছে CREDAI।

Budget 2021: নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!
  • 5/6

দেশের রিয়েল এস্টেট সেক্টর বিগত দুই বছরেরও বেশি সময় ধরে সমস্যায় রয়েছে। করোনা মহামারির কারণে, এই শিল্পে সমস্যা আরও বেড়েছে। এ ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা, দু’পক্ষকেই আয়কর ছাড়ের সুবিধা দেওয়া হলে সমস্যার কিছুটা সুরাহা হবে।

Budget 2021: নতুন ফ্ল্যাট, বাড়ির দাম কমাতে বিশেষ পরামর্শ CREDAI-এর!
  • 6/6

দেশের রিয়েল এস্টেট সেক্টরের উন্নতিতে, আবাসন বিক্রি বাড়াতে সস্তায় গৃহ ঋণ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আসন্ন বাজেটেই (Budget 2021) তা সুনিশ্চিত করা জরুরি।

Advertisement