আপনি হয়তো ব্যবসা করতে চান। আপনার পরিকল্পনাও রয়েছে। কিন্তু, টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না। কিন্তু, একটু খোঁজখবর নিলেই জানতে পারবেন, সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই ধরনের মানুষদের দিকে।
অর্থাৎ কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সাহায্যে আপনিও হতে পারেন লাভবান। শুরু করতে পারেন নিজের ব্যবসা। এরকমই একটি প্রকল্প হল মুদ্রা লোন। ২০১৫ সালের ৮ এপ্রিল থেকে এই মুদ্রা লোন প্রকল্পের শুরু। এই প্রকল্পে আপনি তিন ধরনের লোকন পেতে পারেন।
সেগুলি হল যথাক্রমে ৫০ হাজার টাকা পর্যন্ত, ৫ লাখ টাকা পর্যন্ত ও ১০ লাখ টাকা পর্যন্ত। নির্দিষ্ট নিয়ম মেনে এই লোন নিলে আপনিও ব্যবসা শুরু করতে পারবেন।
তপশিলি জাতি ও উপজাতি এবং মহিলা উদ্যোগীদের দশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে সহায়তা প্রদান করার জন্য এই 'স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্প'। এই প্রকল্পে ইতিমধ্যেই ২৫ হাজার টাকার বেশি লোন দেওয়া হয়েছে।
এক লাখেরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করে হয়েছে, ২০২৫ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে।
এছাড়াও রয়েছে MSME লোন। বড় ব্যবসা করতে চাইলে এই লোন নিতে পারেন। ১ কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই প্রকল্পে। দেশের প্রায় সব বড় ব্যঙ্কের সঙ্গে এই লোনের বিষয়ে কথা বলতে পারেন।