scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে

Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 1/8

খাদ্য এবং গণবণ্টন সম্পর্কিত তথ্য দিতে গিয়ে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের ৮১ কোটিরও বেশি মানুষকে এই রেশন ব্যবস্থার সাহায্যে ২ টাকা ও ৩ টাকা কেজি দরে খাদ্য শস্য (চাল, গম এবং অন্যান্য শস্য) সরবরাহ করা হয়।

Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 2/8

দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ মানুষকে পিডিএসের মাধ্যমে খুব কম মূল্যে খাদ্যশস্য বা রেশন সরবরাহ করা হচ্ছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষই সরকারি রেশন ব্যবস্থার সুবিধা পেয়ে থাকেন।

Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 3/8

২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে কেন্দ্রের তরফে। এর পাশাপাশি সঠিক ও যোগ্য সুবিধাভোগী পরিবারগুলিকে নিয়মিত পরিষেবা দিতে নতুন কার্ড দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও খাদ্যের বণ্টন সম্পর্কিত নানা অভিযোগ প্রায় প্রতিদিনই পাওয়া যায়।

Advertisement
Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 4/8

মাঝে মধ্যেই রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্যের বণ্টনের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ ওঠে। গ্রাহকদের নির্ধারিত কোটার খাদ্যদ্রব্য দেওয়ার ক্ষেত্রে নানা কারচুপির ঘটনা ঘটে৷ দিনের পর দিন সমস্যায় পড়তে হয় দারিদ্র সীমা নীচে থাকা মানুষদের।

Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 5/8

রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্যের বণ্টনের ক্ষেত্রে যে কোনও অনিয়ম বা রেশন ডিলারের নানা কারচুপির বিরুদ্ধে NFSA-এর ওয়েবসাইটে (https://nfsa.gov.in) গিয়ে অভিযোগ জানানো যেতে পারে।

Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 6/8

রেশন ব্যবস্থার দুর্নীতি বা রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা যেতে পারে সরাসরি ফোন করেও। NFSA-এর ওয়েবসাইটে (https://nfsa.gov.in) প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা টোল ফ্রি নম্বর দেওয়া আছে।

Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 7/8

NFSA-তে প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে৷ NFSA এর ওয়েবসাইটে https://nfsa.gov.in গিয়েও ই-মেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন৷ প্রত্যেক রাজ্যের আলাদা নম্বর রয়েছে এবং প্রত্যেক রাজ্যে রেশন কার্ড তৈরির পদ্ধতি সম্পূর্ণ আলাদা৷

Advertisement
Ration Card: নিয়মিত রেশন পেতে সমস্যা হচ্ছে? অনিয়মের অভিযোগ জানান এই নম্বরে
  • 8/8

NFSA-এর ওয়েবসাইট (https://nfsa.gov.in) থেকেই পেয়ে যাবেন রেশন ব্যবস্থার দুর্নীতি বা রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানানোর টোল ফ্রি নম্বরটি। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য পৃথক অভিযোগ জানানোর নম্বরটি হল 1800-345-5505।

Advertisement