scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar-UAN লিঙ্ক নেই বাংলার ৪ লক্ষ গ্রাহকের! তাঁরা কি পেনশন পাবেন?

Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 1/8

Aadhaar-এর সঙ্গে PF গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN যোগ করার বিষয়ে বারবার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। এবার তারা সেই সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 2/8

আগামী ৩১ আগস্টের মধ্যে যদি PF গ্রাহক তাঁর UAN-এর সঙ্গে Aadhaar যুক্ত না করেন, তাহলে তাঁর PF অ্যাকাউন্টে আর কোনও টাকা জমা পড়বে না। এমনকী সেই টাকা তোলা বা অন্য কোনও পরিষেবাও পাবেন না গ্রাহক।

Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 3/8

EPFO দফতরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ৪ লক্ষ ১০ হাজার গ্রাহকের Aadhaar-UAN সংযোগ করা বাকি আছে।

Advertisement
Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 4/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, Aadhaar-এর কোনও তথ্য যদি UAN-এর সঙ্গে না মেলে, তাহলে সংযোগ করতে অসুবিধা হবে।

Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 5/8

এ রাজ্যে ১ হাজার ৬২৩টি স্থায়ী Aadhaar সেন্টার আছে, যেখান থেকে Aadhaar-এর কোনও তথ্যের পরিবর্তন করা যাবে এবং UAN-এর সঙ্গে সংযোগ করা সম্ভব হবে। যদি কোনও গ্রাহক চান, তাহলে এক সঙ্গে তাঁর ই-নমিনেশনও জমা করতে পারবেন।

Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 6/8

এখন প্রশ্ন হচ্ছে, যাঁদের এখনও Aadhaar-এর সঙ্গে UAN সংযোগ করা বাকি আছে, তাঁদের মধ্যে যাঁরা প্রবীণ নাগরিক, পেনশনভোগী, তাঁদেরও কি পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে?

Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 7/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, প্রবীণ নাগরিকরা যাঁরা PF থেকে পেনশন পান, তাঁদের পেনশন আটকাবে না।

Advertisement
Aadhaar-UAN লিঙ্ক করা নেই? পেনশন কি পাবেন?
  • 8/8

দেশের পেনশনভোগীদের Aadhaar এবং UAN সংযোগ করার ক্ষেত্রে এখনও কোনও সময়সীমা বেঁধে দেয়নি কেন্দ্র সরকার। তবে আগামী ৩১ আগস্টের মধ্যে UAN-এর সঙ্গে Aadhaar যুক্ত করে নিতে হবে।

Advertisement