মোটা বেতনে ব্যাঙ্কে চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য! কারণ, কর্মী নিয়োগ করছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। এই প্রতিবেদন থেকে জেনে নিন এই নিয়োগের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি প্রয়োজনীয় তথ্য...
চিফ ডিজিটাল (Chief Digital) অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। আপাতত চুক্তি ভিত্তিতে বেঙ্গালুরুতে কানাড়া ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে নিয়োগ করা হবে।
চিফ ডিজিটাল অফিসার পদের যোগ্যতা: প্রার্থীকে ksBE অথবা BTech পাস এবং সঙ্গে MBA এবং সার্টিফিকেশন ইন প্রোজেক্ট ম্যানেজমেন্ট (PMP) পাশ হতে হবে।
উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিসেস এন্ড ইন্সুরেন্স (BFSI) সেক্টরে ১০ বছরের অভিজ্ঞতা থাকা এবং বর্তমানে চতুর্থ স্কেলে বিভাগীয় অথবা চিফ ম্যানেজারের উপরের বা সমমানের পদে কর্মরত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা: চিফ ডিজিটাল (Chief Digital) অফিসার পদের জন্য ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত প্রার্থীর বয়স ৩৫ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
চিফ ডিজিটাল (Chief Digital) অফিসার পদের জন্য অফলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২১। আবেদন জানানোর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক প্রার্থীরা canarabank.com-এ প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোডও করতে পারেন।
আবেদন ফি বাবদ দিতে হবে ১,১৮০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণির (SC/ST/PWBD/মহিলা প্রার্থী) প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ১১৮ টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন ফি দেওয়া যেতে পারে।