২০২০-র শেষে Google সার্চে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে বিমা বা ইনসিওরেন্সের খুঁটিনাটি বিষয়ে। এমনই নানা বিপর্যয় থেকে সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা বা ইনসিওরেন্সের কথা ভাবছেন প্রায় সকল মা-বাবাই।
তাই একটা বিষয় স্পষ্ট, করোনা মহামারির ফলে বিমা বা ইনসিওরেন্সের গুরুত্ব এখন অনেকেই বুঝে গিয়েছেন। তাই এখন হয়তো আর কেউই বিমাকে ‘অপচয়’ বা ‘বাজে খরচ’ বলে মনে করেন না।
দেশে লাগাম ছাড়া করোনা সংক্রমণের আবহে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ল দুটি স্বাস্থ্যবিমা সংস্থার নতুন নিয়মে। কারণ, সংস্থাগুলির নতুন নিয়ম অনুযায়ী, স্বাস্থ্যবিমা করার ক্ষেত্রে Covid Vaccination Certificate থাকা আবশ্যিক!
স্বাস্থ্যবিমা করার ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে Tata AIA এবং Max Life-এর ক্ষেত্রে। এই দুই বিমা সংস্থার নয়া শর্ত দেশের অন্যান্য বিমা সংস্থাগুলিও অনুসরণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
গ্যাঁটের কড়ি খরচ করে বেসরকারি হাসপাতাল থেকে সপরিবারে করোনার টিকা নিতে গেলে খসবে মোটা টাকা। আবার সরকারি টিকাকেন্দ্র থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিতে গেলে কতদিন অপেক্ষায় থাকতে হবে, তা নিশ্চিত ভাবে বলা মুশকিল!
টিকাকরণের জন্য অ্যাপে রেজিস্ট্রেশন করালেও টিকার ডেট বা স্লট পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রেই। দেশের সর্বোত্র টিকার জোগান পর্যাপ্ত নয়। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, বিগত পাঁচ মাসের গণটিকাকরণ পর্বের পরও দেশের ২০ শতাংশেরও কম মানুষকে টিকার সুরক্ষা দেওয়া গিয়েছে।
এই পরিস্থিতিতে Tata AIA এবং Max Life-এর পাশাপাশি দেশের অন্যান্য বিমা সংস্থাগুলিও যদি একে একে স্বাস্থ্যবিমা করার ক্ষেত্রে Covid Vaccination Certificate থাকা বাধ্যতামূলক করার পথে হাঁটে, সে ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে আম জনতাকে।
হার্টের অসুখ, ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো বয়সজনিত সমস্যার ক্ষেত্রে স্বাস্থ্যবিমা থাকলে বিপদে-আপদে অনেকটাই ভরসা মেলে। কিন্তু নতুন নিয়মে Covid Vaccination Certificate থাকা বাধ্যতামূলক করলে সমস্যায় পড়তে হবে অনেককেই।