scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Car Market Change : Maruti, Hyundai আউট, বাজারে এখন শুধুই Tata

দেশি গাড়ির দাপট
  • 1/8

দেশে SUV গাড়ির ডিমান্ড দ্রুতগতিতে বাড়ছে। কখনও এই সেগমেন্টে মারুটি Vitara Breeza, Hyundai Creta একছত্র রাজত্ব করত। কিন্তু ২০২২ জানুয়ারিতে যে হিসেব সামনে এসেছে, তাতে পুরনো গাড়িগুলিকে সপাটে পেছনে ফেলে দিয়েছে দেশি গাড়ি। জানুয়ারি ২০২২ এর হিসেবে এই দুটো গাড়ি টপ টেন থেকে বেরিয়ে গেছে।

দেশি গাড়ির দাপট
  • 2/8

সবচেয়ে বেশি বিক্রিত এসইউভি। দেশে জানুয়ারি সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি টাটা মোটরসেরটা কানেকশন জানুয়ারিতে। কোম্পানি ১৩ হাজার ৮০০ ইউনিট বিক্রি করেছে।

দেশি গাড়ির দাপট
  • 3/8

ডিসেম্বরে ছিল জবরদস্ত সেল

জানুয়ারি শুধু নয় এমনকী ২০২১ এর শেষ মাস ডিসেম্বরে ব্যাপক বিক্রি চলেছিল। জবরদস্ত সেই মাসে কোম্পানি ১২ হাজার ৮৯৯ বিক্রি করেছে।

Advertisement
দেশি গাড়ির দাপট
  • 4/8

লিস্টে টাটা পঞ্চ রয়েছে

টাটা মোটরসের ২০২১ এ মাইক্রো এসইউভি সেগমেন্টে সবচেয়ে বড় বদল করে টাটা ৫ লঞ্চ করে জানুয়ারিতে ছিল জবরদস্ত বিক্রি। এটা লঞ্চ হওয়ার পরে প্রথমবার টপ টেনে ঢুকেছে।

দেশি গাড়ির দাপট
  • 5/8

টাটা পাঞ্চ ১০ নম্বরে রয়েছে। দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ গাড়ির মধ্যে টাটা পাঞ্চ নতুন এন্ট্রি ঢুকেছে। জানুয়ারিতে এর বিক্রি ছিল ১০ হাজার ২৭টি গাড়ি। কোম্পানি পাঁচ মাসে প্রথমবারেই টপ টেন লিস্ট এ প্রবেশ করেছে।

দেশি গাড়ির দাপট
  • 6/8

Hyundai ভেন্যু

লিস্টে টাটা নিক্সন এর পরে টপ টেন সেলিং এখানে রয়েছে কিয়া সেলটস এবং হুন্ডাই, ভেন্যু অষ্টম স্থানে থাকা গাড়ি। সেখানেই দ্বিতীয় এবং তৃতীয় সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলি।

দেশি গাড়ির দাপট
  • 7/8

কতটা বিক্রি হল সিলেট ভ্যেনু!

জানুয়ারিতে সেলটস ছিল ১১ হাজার ৪০৩ টি ইউনিট এবং ভেন্যুর বিক্রি ছিল ১৩ হাজার ৭৭ ইউনিট।

 

Advertisement
দেশি গাড়ির দাপট
  • 8/8

নিক্সন এর দাম

টাটা নিক্সন এর দাম প্রায় ৬০ লক্ষ ৪০ হাজার টাকা থেকে শুরু হয়। এটি এক লিটার পেট্রোলে ২১.৫ কিলোমিটার মাইলেজ দেয়।

Advertisement