scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

SIP Calculator : মাসে বিনিয়োগ মাত্র হাজার টাকা, কপাল ভাল থাকলে পেতে পারেন ২ কোটিরও বেশি

প্রতীকী ছবি
  • 1/7

ব্যাঙ্ক ও পোস্ট অফিসে মাসে হাজার টাকা করে ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করলে ৩১ লক্ষ টাকা আপনি পাবেন না। কারণ ২০ বছর মাসে হাজার টাকা করে দিলে আপনি জমা করছেন মোট ২.৪০ লক্ষ টাকা। তবে একটু ঝুঁকি নিলে অনেক টাকাই পাওয়া যেতে পারে। 
 

প্রতীকী ছবি
  • 2/7

বর্তমান সময়ে প্রায় সকলেই মাসে হাজার টাকা জমাতে পারেন। যদি মাসে আপনার আয় ২০ হাজার টাকা হয়, তাহলে সেখান থেকে এক হাজার টাকা এমন জায়গায় বিনিয়োগ করতে পারেন যেখানে সামান্য ঝুঁকিতে বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে মিউচুয়াল ফান্ডের বিষয়ে কথা বলা হচ্ছে। 
 

প্রতীকী ছবি
  • 3/7

প্রসঙ্গত সুরক্ষিত বিনিয়োগ হিসেবে মানুষ ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে বিনিয়োগ করেন। কিন্তু তাতে খুব বড় কোনও রিটার্ন পাওয়া যায় না। তাই সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি মাসে ১ হাজার টাকা মিউচুয়াল ফান্ডে SIP করতে পারেন। 

 

আরও পড়ুনআজ রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোতেও দুর্যোগ?

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

যদিও কেউ কেউ মনে করেন মূল্যবৃদ্ধির বাজারে ১ হাজার টাকা বিনিয়োগে কিছুই হওয়ার নয়। তবে সেক্ষেত্রে ছোট অর্থ দিয়ে শুরু করা যেতে পারে। 

প্রতীকী ছবি
  • 5/7

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-তে মাসে হাজার টাকা বিনিয়োগ করে কোটি পর্যন্ত হওয়া যায়। গত দুই দশকে মিউচুয়াল ফান্ডে ভীষণ ভাল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কোনও কোনও ফান্ড তো ২০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। 
 

প্রতীকী ছবি
  • 6/7

যদি কেউ মাসে হাজার টাকা করে ২০ বছর বিনিয়োগ করেন তাহলে তিনি ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। অর্থাৎ ২০ বছরে ৯,৯৯,১৪৮ টাকা (প্রায় ১০ লক্ষ) পেতে পারেন। আর তার জন্য ২০ বছরে আপনাকে জমা করতে হবে মাত্রা ২,৪০,০০০ টাকা। যদি ১৫ শতাংশ রিটার্ন পান, তাহলে ১৫ লক্ষরও বেশি (১৫,১৫,৯৯৫) টাকা পাবেন। আর ২০ শতাংশ রিটার্ন পেলে অঙ্কটা হবে ৩১,৬১,৪৭৯ টাকা। 

প্রতীকী ছবি
  • 7/7

কোনও বিনিয়োগকারী যদি মাসে হাজার টাকা করে ৩০ বছর বিনিয়োগ করেন এবং তাতে যদি ১২ শতাংশ রিটার্ন পান তাগলে তিনি পাবেন ৩৫,২৯,৯১৪ টাকা। যদি ১৫ শতাংশ রিটার্ন পান, তাহলে পেতে পারেন ৭০ লক্ষ টাকা। আর যদি ২০ শতাংশ রিটার্ন পান তাহলে অঙ্কটা দাঁড়াবে ২,৩৩,৬০,৮০২ টাকায়। আর এই ৩০ বছরের জন্য বিনিয়োগকারীকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা জমা করতে হবে। 
 

Advertisement