দেশের আরও একটি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেল! বর্তমানে দেশে ১২টি সরকারি ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে থেকে আরও একটি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা প্রায় নিশ্চিত!
২০২১-’২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাজেটে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারীকরণ করা হবে। যদিও ওই সরকারি ব্যঙ্কগুলির নাম বলেননি তিনি।
কোন দুটি ব্যাঙ্ক বেসরকারী করা হবে তা এখনও পরিষ্কার নয়। তবে সরকার নতুন অর্থবর্ষে তার বিলগ্নিকরণের লক্ষ্য অর্জন করতে চাইবে। শুরু থেকেই সরকারের পুনর্বিন্যাসের তালিকায় আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের নাম রয়েছে।
সূত্রের খবর, বুধবারই আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের সম্পূর্ণ অংশ বিক্রির সিদ্ধান্তে সম্মতি মিলেছে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির (CCEA)। আইডিবিআই (IDBI) ব্যাঙ্ককে সঙ্কটমুক্ত করতে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (LIC) এবং সরকার ইক্যুইটি ক্যাপিটাল ৯,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
বর্তমানে ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের (LIC) হাতে আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (LIC) তার অংশের শেয়ার বিক্রি করে দিলেই এটি একটি বেসরকারি ব্যাঙ্কে পরিণত হবে।
১৯৬৪ সালে দেশে গঠিত হয় আইডিবিআই (IDBI) ব্যাঙ্ক। ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের (LIC) ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ করে আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল।
এর পরে LIC আর কেন্দ্র সরকার মিলে IDBI ব্যাঙ্কে ৯,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে কেন্দ্র সরকারের প্রায় ৪৫.৪৮ শতাংশ শেয়ার রয়েছে।
বর্তমানে আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে কেন্দ্র সরকারের ৪৫.৪৮ শতাংশ এবং এলআইসির (LIC) ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে। ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের (LIC) বোর্ড ইতিমধ্যেই আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের শেয়ার কমাতে অনুমোদন দিয়েছে।