করোনা মহামারির কারণে বিমা ও সঞ্চয়ের গুরুত্ব মানুষ ভাল ভাবে টের পেয়েছেন। পোস্ট অফিসও সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA) হল পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প৷ Sukanya Samriddhi কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প৷
এই Sukanya Samriddhi Yojana-র অ্যাকাউন্টে বছরে ন্যুনতম ২৫০ টাকা জমা দেওয়া বাধ্যতামূলক৷ এই অ্যাকাউন্টে আবেদনকারী বছরে সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা জমা দিতে পারবেন৷
এই Sukanya Samriddhi Yojana-এ বিনিয়োগকারী তাঁর মেয়ের নামে যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) অ্যাপের মাধ্যমে খুব সহজেই এখানে টাকা জমা দেওয়া যায়৷
কেন্দ্রীয় সরকার DakPay নামে ডিজিটাল পেমেন্ট চালু করেছে৷ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) অ্যাপ বা DakPay নামে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় দেশের মানুষ করোনা পরিস্থিতিতে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
পোস্ট অফিস আর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকরা এই DakPay ব্যবহার করতে পারবেন৷ চলুন জেনে নেওয়া যাক কী ভাবে অনলাইনে Sukanya Samriddhi অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন...
অনলাইনে Sukanya Samriddhi অ্যাকাউন্টে টাকা রাখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে টাকা দিতে হবে IPPB অ্যাকাউন্টে৷ তারপর DOP Product-এ গিয়ে Sukanya Samriddhi অ্যাকাউন্টে বেছে নিতে হবে৷
Sukanya Samriddhi অ্যাকাউন্টে বেছে নেওয়ার পর SSY অ্যাকাউন্ট নম্বর আর DOP কাস্টমার আইডি দিতে হবে৷ পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর IPPB নোটিফিকেশনের সাহায্যে তা জানা যাবে৷