এপ্রিল, ২০২০-র পর থেকে এখনও পর্যন্ত পেট্রোলের দাম লিটারে বেড়েছে ৩২ টাকা! অথচ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি রাজ্যসভার অধিবেসনে বিরোধীদের প্রশ্নের জবাবে জানান, বিগত এক বছরে জ্বালানির উপর কর বাড়ানো হয়নি।
তাহলে কী ভাবে এক বছরে লিটারে ৩২ টাকা বাড়ল পেট্রোলের দাম! পেট্রোলিয়াম মন্ত্রী জানান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, পেট্রোল ও ডিজেলের খুচরা বিক্রয়মূল্য বৃদ্ধি এবং রাজ্য সরকারের চাপানো ভ্যাটের কারণে দাম বেড়েছে তেলের।
শেষ ৪২ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১১ টাকা ৫২ পয়সা। এ মাসে এখনও পর্যন্ত মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! তবে ১৭ জুলাই দাম বাড়ার পর থেকে দেশে পেট্রোল-ডিডেলের দামে কোনও পরিবর্তন হয়নি। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বৃহস্পতিবার পটনায় বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।
বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।