scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 1/9

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুরক্ষিত ও সুনিশ্চিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন।

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 2/9

অনেকেরই ধারণা, দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায়। তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়।

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 3/9

সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় Fixed Deposit-এ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) বেশি সুদ দেয়।

Advertisement
Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 4/9

আমানতের ধরন, লগ্নির মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার নির্ভর করে। তাছাড়া, এক একটি ব্যাঙ্কে সুদের হার একেক রকম। এমনকী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও সুদের হারে এই পার্থক্য দেখা যায়।

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 5/9

এই মুহূর্তে দেশের তিনটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অব বরোদা (BoB)। এই তিন ব্যাঙ্ক ২০২১-এ Fixed Deposit-এ আমানতকারীদের কত হারে সুদ দিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক...

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 6/9

স্টেট ব্যাঙ্কের (SBI) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ২.৯ শতাংশ থেকে সর্বাধিক ৫.৪ শতাংশ।

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 7/9

ব্যাঙ্ক অব বরোদায় (BoB) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ২.৮ শতাংশ থেকে সর্বাধিক ৫.২৫ শতাংশ।

Advertisement
Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 8/9

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ৩ শতাংশ থেকে সর্বাধিক ৫.৩ শতাংশ।

Fixed Deposit-এ কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন
  • 9/9

বর্তমানে এ দেশে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে যে সমস্ত ব্যাঙ্ক আকর্ষণীয় সুদ দিচ্ছে, তার মধ্যে অন্যতম হল DCB ব্যাঙ্ক। DCB ব্যাঙ্কে ১ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ৭.২৫ শতাংশ।

Advertisement