Advertisement
ইউটিলিটি

Gold and Silver Price Today: ফের বাড়ছে সোনার দাম, ঊর্ধ্বমুখী রুপোর দরও!

  • 1/6

গত ১০ মাসে সোনার দাম প্রায় ১১ হাজার টাকা কমে গিয়েছে। দেশীয় বাজারে সোনার দাম ৪৫ হাজার টাকার নিচে নেমে গিয়েছে। পাশাপাশি দাম পড়েছে রূপারও। তবে বিগত দু’দিন ধরে ফের ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 2/6

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৪১৬ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৪১৭ টাকা।

  • 3/6

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৪ হাজার ১৬০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৭০ টাকা।

Advertisement
  • 4/6

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৮০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৬৮১ টাকা।

  • 5/6

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৮০০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৬ হাজার ৮১০ টাকা।

  • 6/6

সোনার পাশাপাশি রুপোর দামও কিছুটা বেড়েছে। বৃহস্পতি আর শুক্রবার মিলিয়ে প্রায় আড়াই হাজার টাকা দাম পড়েছিল রুপোর। তবে শনিবার ১ কেজি রুপোর বাটের দাম কিছুটা বেড়ে হয় ৬৫ হাজার ৭০০ টাকা। আজও রুপোর দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement