ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কোল ইন্ডিয়া (Coal India)। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
মোট ৫৮৮টি শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া (Coal India)। এর মধ্যে মাইনিংয়ে ২৫৩টি, ইলেকট্রিক্যালে ১১৭টি, মেকানিক্যালে ১৩৪টি, সিভিলে ৫৭টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ১৫টি আর জিওলজিতে ১২টি পদ খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: জিওলজি ছাড়া অন্য যে কোনও বিভাগে বিই অথবা বিটেক অথবা বিএসসিতে (ইঞ্জিনিয়ারিং) ৬০ শতাংশ নম্বর থাকলে তবেই উল্লেখিত শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
জিওলজি নিয়ে এমএসসি অথবা এমটেক বা জিওফিজিক্সে ৬০ শতাংশ নম্বর থাকলে জিওলজি বিভাগে আবেদন করা যেতে পারে।
ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্টে (GATE 2021) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের পরীক্ষার জন্য বাছাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পদে নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়সসীমা: ৪ অগাস্ট, ২০২১ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে https://www.coalindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।