scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Server Crashed: Arogya Setu, CoWIN-এ সমস্যা! টিকার রেজিস্ট্রেশনের জন্য ফোন করুন এই নম্বরে

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 1/9

আগামী ১ মে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, ওই দিন থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ! আজ বিকেল ৪টে থেকেই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়ে গিয়েছে।

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 2/9

কিন্তু করোনা টিকার রেজিস্ট্রেশনের জন্য CoWIN, Arogya Setu এবং cowin.gov.in ওয়েবসাইটে প্রবল ভিড় জমতে শুরু হয়। ভিড়ের প্রবল চাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই cowin.gov.in ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 3/9

অধিকাংশ ইউজারই করোনা টিকার রেজিস্ট্রেশনের সময় সমস্যার মুখে পড়েন। ‘CoWIN server is facing issues. Please Try later’ অথবা ‘504 Gateway Time-Out’ ইত্যাদি মেসেজ দেখতে পান অধিকাংশ ইউজার।

Advertisement
Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 4/9

অনেক ইউজারের ক্ষেত্রে CoWIN প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার সময় OTP ভেরিফিকেশনের পর্বে সমস্যায় পড়তে হয়। অনেক ইউজারই টুইট করে লগইন সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন।

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 5/9

Arogya Setu প্ল্যাটফর্মের মাধ্যমে করোনা টিকার রেজিস্ট্রেশনের সময়ও অনেকে লগইন সংক্রান্ত সমস্যায় পড়েছেন বলে জানিয়েছে।

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 6/9

CoWIN, Arogya Setu এবং cowin.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সংক্রান্ত নানা সমস্যার কথা জানিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। ‘ডিজিটাল ইন্ডিয়া’, করোনা টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 7/9

কেন বিকেল ৪টে নাগাদ করোনা টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইট ক্র্যাশ করল বা এই ওয়েবসাইটের সার্ভারে ঠিক কোন সমস্যার ফলে হাজার হাজার ইউজারকে এই ভোগান্তি পোহাতে হল, তা এখনও জানা যায়নি।

Advertisement
Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 8/9

তবে ওয়েবসাইট ক্র্যাশ করার কিছুক্ষণের মধ্যেই ফের কাজ শুরু করেছে cowin.gov.in। বিক্ষিপ্ত কিছু সমস্যা এখনও রয়েছে। তবে মোটামুটি স্বাভাবিক গতিতেই করোনা টিকার রেজিস্ট্রেশনের কাজ এগোচ্ছে।

Server Crashed: রেজিস্ট্রেশনের প্রবল চাপে বার বার অচল CoWIN, Arogya Setu!
  • 9/9

যাঁদের অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে সমস্যা হচ্ছে, তাঁরা ফোন করেও টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। এর জন্য তাঁদের ১৫০৭ নম্বরে ফোন করতে হবে।

Advertisement