
অনেকেই নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু সঠিকভাবে এটা ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের হাত থেকে খসে যায় বেশ কিছুটা টাকা।

এই কারণেই ক্রেডিট কার্ড ব্যবহারের সময় সতর্ক হতে হবে। কিছু ভুল করা চলবে না। অন্যথায় বড়সড় টাকা খসে যেতে পারে। সুতরাং সাবধান হন।

এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন ভুলের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে বেশি টাকা খসবে? আর সেই উত্তরটা রইল নিবন্ধটিতে। তাই আগেভাগে নিবন্ধটি পড়ে সতর্ক হয়ে যান।

অনেকেই ক্রেডিট কার্ডের বিলিং ডেট ভুলে যান। তাই অজান্তেই বিল ডেট দেওয়ার ডেট পেরিয়ে যায়। তখন বেশি টাকা খসে যায় পকেট থেকে।

কিছু মানুষ আবার বেশি চালাক। তাই তাঁরা ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউ পেমেন্ট করেন। সেই কারণে তাঁদের বেশি টাকা খরচ হয়। সুতরাং সাবধান হন।

ক্রেডিট কার্ডের বিল দেখতে হবে। সেখানে অনেক সময়ই ভুল এন্ট্রি থাকে। কিন্তু না দেখার কারণে টাকাটা খরচ হয়। তাই ক্রেডিট কার্ডের বিল অবশ্যই দেখতে হবে।

অনেকেই না জেনে এমন ক্রেডিট কার্ড নেন, যার বার্ষিক খরচ বেশি। তাই কার্ড নেওয়ার আগে সাবধান হন। জেনে নিন কার্ডের অ্যানুয়াল চার্জ।

ক্রেডিট কার্ডের লিমিটের বাইরে খরচ করা যাবে না। সেটা করলে আদতে সমস্যা বাড়বে। হবে বেশি খরচ। তাই এই ভুল করা যাবে না।