scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড! জানুন সবিস্তারে

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 1/9

PAN কার্ডের গুরুত্ব কতটা, সে কথা আমাদের প্রায় সকলেরই জানা আছে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে PAN কার্ড থাকা বাধ্যতামূলক।

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 2/9

তবে শুধু PAN কার্ড থাকলেই হবে না, সেটিকে লিঙ্ক করাতে হবে Aadhaar কার্ডের সঙ্গে। না হলে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। শুধু তাই নয়, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 3/9

Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেই বাড়িয়েছে কেন্দ্র। Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত অধিকাংশ নাগরিকেরই Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করা হয়নি।

Advertisement
Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 4/9

ভাবছেন, পরে কখনও Aadhaar-PAN লিঙ্ক করাবেন! ৩০ জুনের পর লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১,০০০ টাকা জরিমানা! শুধু তাই নয়, ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 5/9

৩০ জুনের পরেও করা হবে PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করা যাবে। কিন্তু তখন Aadhaar-PAN লিঙ্ক করাতে গেলে গুণতে হবে বাড়তি ১,০০০ টাকা!

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 6/9

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়া ও PAN কার্ডের ক্ষেত্রে ১২ সংখ্যার বায়োমেট্রিক আইডি থাকা বাধ্যতামূলক।

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 7/9

এই সংযুক্তিকরণের জন্য www.incometaxindiaefiling.gov.in সাইটে ক্লিক করুন। এর পর ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন। এখানে লিঙ্ক করানোর যে অপশন পাবেন সেটি সিলেক্ট করুন।

Advertisement
Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 8/9

এ বার এখানে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার পর নিচের ‘Aadhaar option’-এ ক্লিক করুন। ব্যস, আপনার Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক হয়ে যাবে।

Aadhaar-PAN Link: ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই সব PAN কার্ড!
  • 9/9

এছাড়াও, ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করেও Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করাতে পারবেন।

Advertisement