IPO-Initial Public Offering এর সংক্ষিপ্ত রূপকে IPO বলা হয়। IPO-কে প্রাইমারি মার্কেটও বলা হয়। বিনিয়োগে ইচ্ছুক সাধারণ মানুষের থেকে টাকা তোলার আরেক নামই IPO।
২০২১-এ পরপর IPO খোলার ফলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে, কোনটিতে বিনিয়োগ করা উচিৎ আর কোনটায় টাকা না ঢাললেও চলবে! কোন IPO-তে বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে, তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে!
বিশেষজ্ঞরা বলছেন যে, ২০২১ সালেও IPO-র বাজার শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে। IPO-র বাজারের অস্থিরতা থাকলেও উত্থান এখনও শেষ হয়নি। এই বছর নিজেদের IPO চালু করতে একাধিক সংস্থা এখনও অপেক্ষায় রয়েছে।
চলতি মাসের ১৪ থেকে ১৬ তারিখ বিপুল টাকা আয়ের সুযোগ দিচ্ছে Shyam Metalics and Energy Ltd। আগামী ১৪ জুন বিনিয়োগকারীদের জন্য খুলছে এই সংস্থার IPO।
IPO-র মাধ্যমে Shyam Metalics বাজার থেকে ১,১০৭ কোটি টাকা জোগার করার পরিকল্পনা করছে৷ ১৪ জুন IPO লঞ্চ করা হবে এবং ১৬ তারিখের মধ্যে এই IPO-তে টাকা বিনিয়োগ করা যাবে৷
জানা গিয়েছে, SEBI-র কাছে জমা সংস্থার DRHP অনুযায়ী, এই IPO-র জন্য সংস্থা ৬৫৭ কোটি টাকার নতুন ইক্যুইটি শেয়ার জারি করবে৷ পাশাপাশি সংস্থার প্রমোটার ও বর্তমান ইনভেস্টর অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে ৪৫০ কোটি টাকার শেয়ার জারি করা হবে৷
IPO-র মাধ্যমে সংগৃহীত ৬৫৭ কোটি টাকার মধ্যে নিজের সংস্থায় এবং সহযোগী সংস্থা SSPL-এর ঋণ পরিশোধ করার জন্য ব্যবহার করা হবে৷
জানা গিয়েছে, সংস্থার মোট ঋণ রয়েছে ৩৮১.১২ কোটি টাকার৷ পাশাপাশি সহযোগী সংস্থা SSPL-এর ঋণের পরিমাণ ৩৯৮.৬০ কোটি টাকা৷ সব মিলিয়ে মোট ঋণের পরিমাণ ৮৮৬.২৯ কোটি টাকা৷