scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! কতটা TAX বেড়েছে জানেন?

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 1/9

এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, অজানা নেই যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক।

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 2/9

সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 3/9

শেষ ৫০ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১১ টাকা ৫২ পয়সা। জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! ১৭ জুলাই দাম বাড়ার পর থেকে দেশে পেট্রোল-ডিডেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

Advertisement
TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 4/9

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি রাজ্যসভার অধিবেসনে বিরোধীদের প্রশ্নের জবাবে জানান, বিগত এক বছরে জ্বালানির উপর কর বাড়ানো হয়নি। অথচ এপ্রিল, ২০২০-র পর থেকে এখনও পর্যন্ত পেট্রোলের দাম লিটারে বেড়েছে ৩২ টাকা!

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 5/9

তাহলে কী ভাবে এক বছরে লিটারে ৩২ টাকা বাড়ল পেট্রোলের দাম! পেট্রোলিয়াম মন্ত্রী জানান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, পেট্রোল ও ডিজেলের খুচরা বিক্রয়মূল্য বৃদ্ধি এবং রাজ্য সরকারের চাপানো ভ্যাটের কারণে দাম বেড়েছে তেলের।

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 6/9

সোমবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম যাচ্ছে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা। এর মধ্যে কেন্দ্র-রাজ্যের করের পরিমাণ ৫৬ টাকা ১৬ পয়সা৷ কেন্দ্রের কর ৩২ টাকা ৯০ পয়সা, রাজ্যের কর ১৯ টাকা। এর সঙ্গে জুড়ছে ডিলারের কমিশন বাবদ ৩ টাকা ৪৬ পয়সা৷

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 7/9

বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে। তেলের উপর ধার্য কর এবং সেস-এর মধ্যে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে পাচ্ছে ১৮ টাকা ৪৬ পয়সা আর ডিজেলে লিটার পিছু পাচ্ছে ১২ টাকা ৫৭ পয়সা।

Advertisement
TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 8/9

মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।

TAX on Fuel Price: এপ্রিল থেকে ৩২ টাকা বেড়েছে পেট্রোলের দাম! TAX বেড়েছে কতটা?
  • 9/9

তেলের উৎপাদন শুল্কের উপর ডিলার কমিশন জুড়ে যে দাম দাঁড়ায় তার ওপর রাজ্য সরকারের ভ্যাট ও সেস জুড়ে রাজ্য ভিত্তিক দাম স্থির হয়। এই বিপুল পরিমাণ উৎপাদন শুল্কের সঙ্গে কেন্দ্র ও রাজ্যের কর যুক্ত হওয়ার তেলের দাম এখন আকাশছোঁয়া।

Advertisement