scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?

FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?
  • 1/6

গত বছরেই কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছিলেন ২০২১ থেকে গোটা দেশজুড়ে FASTag প্রক্রিয়া লাগু হবে। সেই মতোই ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে গোটা দেশের সমস্ত টোলপ্লাজায় বাধ্যতামূলক হচ্ছে FASTag। গাড়িতে তা না থাকলেই দ্বিগুণ টাকা জরিমানা দিয়ে পার করতে হবে টোল প্লাজা (Toll Plaza)।

FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?
  • 2/6

এখনও রাজ্যের প্রায় ৪০ শতাংশ ট্রাক, ৯০ শতাংশ বাসেই লাগানো হয়নি FASTag। এতদিন গাড়িতে FASTag চালু থাকলেও টোল প্লাজায় (Toll Plaza) বেশ কয়েকটি জেনারেল লেনও চালু ছিল। যেখান থেকে ক্যাশ দিয়ে টোল পার করে নেওয়া যেত। তবে সোমবার রাত ১২টার পর থেকেই তা বন্ধ হয়ে গেল।

FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?
  • 3/6

জাতীয় সড়কের ওপর কমবেশি ৫২৫টি টোল প্লাজায় এই ব্যবস্থা বলবৎ হয়েছে। আগে গাড়িতে FASTag না থাকলে নগদেও মেটানো যেত টোল। এখন আর সেই সুবিধে থাকছে না। FASTag না থাকলে দিতে হবে টোলের দ্বিগুণ টাকা। তাহলে কি দু’চাকার গাড়িতেও যাতায়াতের খরচ কি বাড়তে চলেছে? চলুন জেনে নেওয়া যাক...

Advertisement
FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?
  • 4/6

National Highway ধরে চলুন: FASTag বাধ্যতামূলক করা হলেও জাতীয় সড়কের ওপর থাকা টোল প্লাজায় (Toll Plaza) দু’চাকার গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাই বাইক, স্কুটার নিয়ে National Highway দিয়ে লং ড্রাইভে যাওয়া যেতেই পারে।

FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?
  • 5/6

Expressway ব্যয়বহুল হতে চলেছে: FASTag বাধ্যতামূলক করার ফলে Expressway দিয়ে যাতায়াত ব্যয়বহুল হতে চলেছে। National Highway-তে বাইক, স্কুটার নিয়ে যাতায়াতের ক্ষেত্রে টোল প্লাজায় (Toll Plaza) ছাড় মিললেও Expressway-তে কোনও ছাড় মিলবে না। ফলে Expressway-তে বাইকে, স্কুটারে FASTag না লাগানো থাকলে দ্বিগুণ চার্জ দিতে হবে।

FASTag বাধ্যতামূলক হওয়ার পরও কোথায় বাইক, স্কুটারে Toll Tax লাগবে না জানেন?
  • 6/6

National Highway-তে কেন ছাড় মিলবে: National Highway-তে টোল ট্যাক্স দিতে হয় গাড়ির লোড বা ওজনের উপর ভিত্তি করে। বাইক, স্কুটারের ওজন সেখানে নামমাত্র। তাই National Highway-তে বাইক, স্কুটারের টোল ট্যাক্স দিতে হয় না।

Advertisement