১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প, চলবে ৩০ জুনুয়ারি পর্যন্ত। মোট চারটি ধাপে রাজ্যের সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। রাজ্য জুড়ে ২০ হাজার ক্যাম্পের সাহায্যে এই প্রচার কর্মসূচি চলবে। এই ক্যাম্পগুলিতে উপস্থিত থাকছেন প্রশাসনিক আধিকারিকরা।
শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহারের মতো প্রকল্পেও আবেদন করা যাবে এই ক্যাম্পগুলি থেকে। এছাড়াও রেশন কার্ডে নাম-ঠিকানা পরিবর্তন, ১০০ দিনের কাজের জব কার্ড, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের জাতিগত শংসাপত্র— এ সব কিছুই পাওয়া যাবে এই ক্যাম্পগুলি থেকে। চলুন জেনে নেওয়া যাক, কোন সরকারি প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে...
কন্যাশ্রী: মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ১৫০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৬৬ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হবে। ঐক্যশ্রী: সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক (২০১৯-’২০) ব্যয় ৪০৫ কোটি টাকা। ৮ বছরে রাজ্যের প্রায় ২ কোটি ৩ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হয়েছে।
রূপশ্রী: মেয়েদের বিয়ের জন্য ২৫,০০০ টাকা সরকারি অনুদান। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ১৫০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৬ লক্ষ মহিলা এই প্রকল্পে উপকৃত হবে। শিক্ষাশ্রী: রাজ্যের এসসি / এসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৮৩ কোটি টাকা। রাজ্যের প্রায় ১১ লক্ষ তফশিলি জাতি-উপজাতি শিক্ষার্থী এই প্রকল্পে উপকৃত হবে।
খাদ্যসাথী: রাজ্যের মানুষের জন্য সরকারি ভর্তুকিযুক্ত রেশন। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৫০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হচ্ছেন। স্বাস্থ্যসাথী: বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ২০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হবেন।
জয় জোহার এবং তাফশিলি বন্ধু: রাজ্যের তফশিলি জাতি-উপজাতি মানুষের জন্য বার্ধক্যের বিশেষ পেনশন। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৩০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ২৫ লক্ষ মানুষ এই প্রকল্পে উপকৃত হবেন। ১০০ দিনের কাজ: এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৩১ কোটি টাকা। রাজ্যের প্রায় ৩০ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া সম্ভব হয়েছে।
কৃষক বন্ধু: এই প্রকল্পে রাজ্যের কৃষকরা পাবেন ৫০০০ টাকা করে, সঙ্গে ২ লক্ষ টাকার জীবনবিমা। জন্য মোট বার্ষিক ব্যয় ১,১০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৪১ লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন।
দুয়ারে সরকার প্রকল্পের তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের ক্যাম্পগুলি থেকে প্রকল্পের সুবিধা পাওয়ার প্রয়োজনীয় ছাড়পত্র মিলবে বা ছাড়পত্রের প্রক্রিয়া চলবে। এই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের বিষয়ে সবিস্তারে জানতে রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটের ‘দুয়ারে সরকার’ লিঙ্কে ক্লিক করতে হবে।