১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। মোট চারটি ধাপে রাজ্যের সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
দুয়ারে সরকার প্রকল্পের প্রথম ধাপ ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হবে এই প্রকল্পের দ্বিতীয় ধাপ বা পর্যায়।
প্রকল্পের তৃতীয় পর্যায় শুরু হবে ২০২১-এর ২ জুনুয়ারি থেকে ১২ জুনুয়ারি পর্যন্ত এবং ১৮ জুনুয়ারি থেকে ৩০ জুনুয়ারি পর্যন্ত পরিচালিত হবে এর চতুর্থ ধাপ বা পর্যায়।
রাজ্য জুড়ে ২০ হাজার ক্যাম্পের সাহায্যে পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরেও এই প্রচার কর্মসূচি চলবে। এই ক্যাম্পগুলি থেকে ১১টি সরকারি প্রকল্পে চটজলদি সমাধান মিলবে। এই ক্যাম্পগুলিতে উপস্থিত থাকছেন প্রশাসনিক আধিকারিকরা।
শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহারের মতো প্রকল্পেও আবেদন করা যাবে এই ক্যাম্পগুলি থেকে। এছাড়াও রেশন কার্ডে নাম-ঠিকানা পরিবর্তন, ১০০ দিনের কাজের জব কার্ড, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের জাতিগত শংসাপত্র— এ সব কিছুই পাওয়া যাবে এই ক্যাম্পগুলি থেকে।
১৫ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বা পর্যায়। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই পর্যায়ে ক্যাম্পগুলিতে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনীয় নথি জমা দিলে সরকারি কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা এখানে বসেই ফর্ম পূরণ করে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা নেবেন।
দুয়ারে সরকার প্রকল্পের তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের ক্যাম্পগুলি থেকে প্রকল্পের সুবিধা পাওয়ার প্রয়োজনীয় ছাড়পত্র মিলবে বা ছাড়পত্রের প্রক্রিয়া চলবে। এই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের বিষয়ে সবিস্তারে জানতে রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটের ‘দুয়ারে সরকার’ লিঙ্কে ক্লিক করতে হবে।