Advertisement
ইউটিলিটি

Full PF Withdrawal: PF এর টাকা ১০০% তোলা যাবে, তবে মিনিমাম ব্যালেন্সের কী হবে? জেনে নিন

কর্মচারীদের সুখবর দিল Employees' Provident Fund Organization বা EPFO
  • 1/9

দেশের সরকারি ও বেসরকারি কর্মচারীদের সুখবর দিল Employees' Provident Fund Organization বা EPFO। এ বার থেকে PF-এ জমা থাকা টাকার মিনিমাম ব্যালেন্স বাদ দিয়ে সমস্তটাই তোলা যাবে বলে জানিয়েছে তারা।

উইথড্রল নিয়মে অনুমোদন দিয়েছে Central Board of Trustees (CBT)
  • 2/9

এই নতুন উইথড্রল নিয়মে অনুমোদন দিয়েছে Central Board of Trustees (CBT)। এছাড়া বোর্ডের পক্ষ থেকে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে টাকা তোলার নিয়মকে সহজ করার লক্ষ্যে।
 

উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ড্যবীয়
  • 3/9

এই মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ড্যবীয়, ইপিএফও-এর কমিশনার রমেশ কৃষ্ণমূর্তী সহ অন্যান্যরা। সেখানে ঠিক হয়, এখন থেকে EPFO গ্রাহকরা ন্যূনতম ব্যালেন্স বাদ দিয়ে সমস্ত টাকা তুলতে পারবেন। 
 

Advertisement
সংস্থার জমা দেওয়া টাকা এবং নিজের মজুত দেওয়া টাকার সমস্তটাই তোলা যাবে
  • 4/9

এক্ষেত্রে সংস্থার জমা দেওয়া টাকা এবং নিজের মজুত দেওয়া টাকার সমস্তটাই তোলা যাবে।

মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ২৫ শতাংশ
  • 5/9

তবে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ২৫ শতাংশ। আর ৭৫ শতাংশ তোলা যাবে।
 

আগের নিয়ম ছিল একটু আলাদা
  • 6/9

আগের নিয়ম ছিল একটু আলাদা। আগে শুধুমাত্র অবসরের সময় পুরো টাকা তোলা যেত। আর চাকরি হারিয়ে ফেললে প্রথমে ৭৫ শতাংশ টাকা। আবার ২ মাস পর বাকি ২৫ শতাংশ টাকা তোলা যেত।
 

বর্তমানে আগের নিয়ম উঠিয়ে দেওয়া হল
  • 7/9

বর্তমানে আগের নিয়ম উঠিয়ে দেওয়া হল। এখন যে কেউ চাইলেই ২৫ শতাংশ মিনিমাম ব্যালেন্স রেখে বাকি টাকা তুলে নিতে পারেন। কোনও বাধা রইল না।
 

Advertisement
মিলবে ৮.২৫ শতাংশ হারে সুদ
  • 8/9

যেই ২৫ শতাংশ টাকা পড়ে থাকবে, সেটাতেও মিলবে ৮.২৫ শতাংশ হারে সুদ। 

পড়াশোনার জন্য ১০ বার এবং বিয়ের জন্য ৫ বার পিএফ-এর টাকা তোলা যাবে
  • 9/9

এছাড়াও পড়াশোনার জন্য ১০ বার এবং বিয়ের জন্য ৫ বার পিএফ-এর টাকা তোলা যাবে, এমনটাই নতুন নিয়মে বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও মিলল ভালো খবর।

Advertisement