দেশের ৬ কোটিরও বেশি মানুষ কালীপুজোর আগে বড় উপহার পেয়েছেন। অর্থ মন্ত্রক ২০২০-২০২১ আর্থিক বছরের জন্য প্রভিডেন্ট ফান্ড (PF) এর উপর ৮.৫ শতাংশ হারে সুদ প্রদানের অনুমোদন দিয়েছে। (ছবি-রয়টার্স)
অর্থ মন্ত্রক শুক্রবারই ৮.৫ শতাংশ হারে পিএফ-এর সুদ প্রদানের অনুমোদন দিয়েছে। অতি দ্রুতর এ বিষয়ে নোটিশ জারি করবে মন্ত্রণালয়। EPFO সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এই সুবিধা স্থানান্তর শুরু করার আগে, শ্রম মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করবে। (ছবি-গেটি ইমেজেস)
এই বছরের মার্চ মাসে, EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্ট ২০২০০ ২০২১ অর্থবর্ষের জন্য PF-এর ৮.৫ শতাংশ হারে সুদ প্রদানের অনুমোদন দেয়। এটি ২০১৯-২০২০ অর্থবর্ষের সুদ প্রদানের সমান। (ছবি-গেটি ইমেজেস)
EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্ট শ্রমমন্ত্রীর নেতৃত্বে এবং এই বোর্ড ইপিএফও সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। মার্চে সুদ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে চূড়ান্ত সিলমোহর দেয় অর্থ মন্ত্রণালয়।
https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login এই ওয়েবসাইটে গিয়ে EPF ব্যবহারকারীরা তাঁর অ্যাকাউন্ট সম্পর্কে সব তথ্য পাবেন। এখানে সমস্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
7738299899 এই নম্বরে মেসেজ করলেও সংশ্লিষ্ট ব্যবহারকারী নিজেই অ্যাকাউন্ট ব্য়ালান্স -সহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন।