scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Ration Card: ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড! নিয়মে বদলাচ্ছে রাজ্যে

Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 1/8

খাদ্য এবং গণবণ্টন সম্পর্কিত তথ্য দিতে গিয়ে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের ৮১ কোটিরও বেশি মানুষকে এই রেশন ব্যবস্থার সাহায্যে ২ টাকা ও ৩ টাকা কেজি দরে খাদ্য শস্য (চাল, গম এবং অন্যান্য শস্য) সরবরাহ করা হয়।

Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 2/8

দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ মানুষকে পিডিএসের মাধ্যমে খুব কম মূল্যে খাদ্যশস্য বা রেশন সরবরাহ করা হচ্ছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষই সরকারি রেশন ব্যবস্থার সুবিধা পেয়ে থাকেন।

Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 3/8

২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে কেন্দ্রের তরফে। এর পাশাপাশি সঠিক ও যোগ্য সুবিধাভোগী পরিবারগুলিকে নিয়মিত পরিষেবা দিতে নতুন কার্ড দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ রাজ্যে প্রায় লক্ষাধিক মৃত রেশন গ্রাহকের কার্ড বাতিল হয়নি এখনও।

Advertisement
Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 4/8

রাজ্য খাদ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিগত চার বছরে প্রায় ৯ লক্ষ ১৪ হাজার রেশন কার্ড গ্রাহকের মৃত্যুর পর ৭ নম্বর ফর্ম জমা দিয়ে বাতিল করা হলেও এখনও এ রাজ্যের প্রায় সাড়ে ১৬ লক্ষ এমন রেশন কার্ড রয়েছে যেগুলির প্রকৃত গ্রাহকের মৃত্যুর পরেও সেগুলি সচল রয়েছে।

Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 5/8

কলকাতা পুরসভা এলাকায় গত চার বছরে সম্ভাব্য মৃতের সংখ্যা ১ লক্ষেরও বেশি। যদিও ৭ নম্বর ফর্ম জমা দিয়ে বাতিল হয়েছে মাত্র সাড়ে ১২ হাজারটি রেশন কার্ড। 

Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 6/8

মৃত গ্রাহকের রেশন কার্ড যাতে সচল না থাকে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারি নিয়ম ও পদ্ধতিতে বদল আনতে চাইছে রাজ্য সরকার। খাদ্য দফতর এ ক্ষেত্রে রাজ্যের সমস্ত রেশন ডিলারের কাছে পর্যাপ্ত পরিমাণে ৭ নম্বর ফর্ম পৌঁছে দিতে চাইছে।

Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 7/8

রেশন ডিলারের কাছে ৭ নম্বর ফর্ম রাখার পাশাপাশি পুরসভা ও পঞ্চায়েত অফিস থেকেই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু করার সময়েই তাঁর রেশন কার্ড বাতিলের প্রক্রিয়াটি সেরে ফেলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Advertisement
Ration Card: নিয়মে বদলাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যুর সময়েই বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড!
  • 8/8

গত মাসেই খাদ্য দফতর যে নির্দেশিকা জারি করে, তাতে পুরসভা ও পঞ্চায়েতে মৃতদের নাম নথিভুক্তকরণের অফিসে পর্যাপ্ত পরিমাণে ৭ নম্বর ফর্ম দিতে বলা হয়ে। পাশাপাশি ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় ৭ নম্বর ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক করার বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement