scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 1/10

বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। এই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 2/10

নভেম্বরে শুরু হচ্ছে উৎসবের মরসুম! এ মাসে ছটপুজো, ধনতেরাস, দীপাবলী, ভাইফোঁটা আর গুরু নানক জয়ন্তী— সব কিছুই রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, নভেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তের নানা পার্বন মিলিয়ে মোট ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 3/10

ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

Advertisement
Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 4/10

নভেম্বরে মোট ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও সব রাজ্যের ক্ষেত্রে এই ১৭ দিনের ছুটি নাও থাকতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এ মাসের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বরে ব্যাঙ্কের ঘোষিত ছুটি (Bank Holidays) রয়েছে ১১টি। বাকিগুলি শনি ও রবিবারের ছুটি।

 

https://www.facebook.com/AajTakBangla/photos/a.138754787992976/382083500326769/

 

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 5/10

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, নভেম্বরের ১, ৩, ৪, ৫, ৬, ১০, ১১, ১২, ১৯, ২২ এবং ২৩ তারিখ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও রয়েছে ৪টি রবিবার আর দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি। দেখে নিন মাসের কোন দিন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে...

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 6/10

১ নভেম্বরে কন্নড় রাজ্যোৎসব / কুট উপলক্ষে বেঙ্গালুরু এবং ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৩ নভেম্বরে নরক চতুর্দশী উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৪ নভেম্বরে দীপাবলি, কালী পূজা উপলক্ষে ব্যাঙ্গালোর ছাড়া দেশের সমস্ত শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 7/10

৫ নভেম্বরে আমেদাবাদ, বেলাপুর, ব্যাঙ্গালোর, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, কানপুর, লখনউ, মুম্বাই এবং নাগপুরে দীপাবলি (বালি প্রতিপদ) / বিক্রম সম্বন্ত নববর্ষ দিবস / গোবর্ধন পূজা উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ ৬ নভেম্বরে ভাই দুজ/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পূজা/দীপাবলি/নিঙ্গোল চাক্কুবা উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউ এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

Advertisement
Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 8/10

১০ নভেম্বরে ছট পূজা / সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।  ১১ নভেম্বর ছট পূজা উপলক্ষে পটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে আর ১২ নভেম্বরে ভাংলা মহোৎসব উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 9/10

১৯ নভেম্বরে গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা উপলক্ষে আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলায় এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays in November: নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 10/10

২২ নভেম্বরে কনকদাস জয়ন্তী উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ নভেম্বরে সেং কুতসানেম উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটিগুলি ছাড়াও, দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের কারণে ১৩ নভেম্বর এবং ২৭ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ৭, ১৪, ২১ এবং ২৮ নভেম্বরে রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement