scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Indian Railways : সুখবর! এই ২৬ দূরপাল্লার ট্রেনে চড়া যাবে বিনা রিজার্ভেশনেই

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk one
  • 1/16

Indian Railways: করোনা (Corona)-র কারণে রেল চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। তা সে লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার। তাই যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল (Indian Railways) এক নতুন ব্যবস্থা চালু করার পথে হাঁটছে। তারা জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে পূর্ব-মধ্য রেলে আলাদা আলাদা স্টেশনে চলাচলকারী ১৩ জোড়া বিশেষ ট্রেনে সাধারণ শ্রেণি (২এস)-এর কিছু সংরক্ষিত কামরা অসংরক্ষিত কোচে বদলে দেওয়া হবে।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk two
  • 2/16

পূর্ব-মধ্য রেলের সিপিআরও রাজেশ কুমার যাত্রীদের অনুরোধ করেছেন, ট্রেনে যাত্রার সময় কোভিড বিধি মেনে চলতে। যাতে সংক্রমণ না ছড়ায়। 

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk three
  • 3/16

এবার দেখে নেওয়া যাক কোন ট্রেনে নয়া পরিষেবা চালু হতে চলেছে-

ভারতীয় রেল (Indian Railways)-এর ০২৫৬৭/০২৫৬৮, সহরসা থেকে পাটনা ফের সহরসা রাজ্যরানি স্পেশাল ট্রেনে এখন সংরক্ষিত সাধারণ শ্রেণি (২এস)-র মোট কোচের সংখ্য়া ১৭, এর মধ্য়ে তিনটি কোচ- ডি-১৫, ডি-১৬ এবং ডি-১৭ এবার থেকে অসংরক্ষিত।

Advertisement
Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk four
  • 4/16

০৩২০৫/০৩২০৬ সহরসা-পাটলিপুত্র-সহরসা এক্সপ্রেস স্পেশাল ট্রেন। এখন সংরক্ষিত সাধারণ শ্রেণি (২এস)-র মোট কোচের সংখ্য়া ৫। তার তিনটি কোচ- ডি-৩, ডি-৪ এবং ডি-৫ এখন থেকে অসংরক্ষিত।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk five
  • 5/16

০৩৬৫৩/০৩৬৫৪ জয়নগর-দানাপুর-জয়নগর স্পেশাল ট্রেনে সংরক্ষিত সাধারণ শ্রেণি রয়েছে ৯টি। সেখানকার ডি-৭, ডি-৮ এবং ডি-৯ অসংরক্ষিত শ্রেণির হবে।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk six
  • 6/16

০৩২২৭/০৩২২৮ সহরসা-রাজেন্দ্র নগর-সহরসা স্পেশাল ট্রেনে এখন সংরক্ষিত সাধারণ শ্রেণি রয়েছে ৯টি। এর ডি-১৫, ডি-১৬ এবং ডি-১৭ কোচ এবার থেকে হল অসংরক্ষিত।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk seven
  • 7/16

০৩২৩৩/০৩২৩৪ রাজগীর-দানাপুর-রাজগীর স্পেশাল ট্রেনেও বদল আনা হয়েছে। সেখানে সংরক্ষিত সাধারণ শ্রেণির সংখ্য়া ১৯টি রয়েছে। তার মধ্য়ে ৪টি করে দেওয়া হয়েছে অসংরক্ষিত। সেগুলি হল- ডি-১৬, ডি-১৭, ডি-১৮ এবং ডি-১৯।

Advertisement
Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk eight
  • 8/16

পরের ট্রেনটি হল ০৩২৪৩/০৩২৪৪ পাটনা-ভভুয়া রোড-পাটনা স্পেশাল। সেখানে সংরক্ষিত সাধারণ শ্রেণির সংখ্যা ২২। তার মধ্য়ে ডি-১৯, ডি-২০, ডি-২১ এবং ডি-২২, এই ৪টি কোচ আর সংরক্ষিত নয়।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk nine
  • 9/16

০৩২৪৯/০৩২৫০ পাটনা-ভভুয়া রোড-পটনার সংরক্ষিত সাধারণ শ্রেণি আছে ১৩টি। তার মধ্যে ডি-১১, ডি-১২ এবং ডি-১৩ এখন থেকে অসংরক্ষিত। 

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk ten
  • 10/16

০৩৩০৫/০৩৩০৬ ধানবাদ-ডেহরি আন সোন-ধানবাদে ১৬টি সংরক্ষিত সাধারণ শ্রেণি রয়েছে। সেখান থেকে ডি-১৩, ডি-১৪, ডি-১৫ এবং ডি-১৬ হল অসংরক্ষিত। 

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk eleven
  • 11/16

০৩৩২৯/০৩৩৩০ ধানবাদ-পাটনা-ধানবাদ ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনেও কিছু বদল এসেছে। সেটিতে সংরক্ষিত সাধারণ শ্রেণি রয়েছে ৬টি। তার ডি-৪, ডি-৫ এবং ডি-৬ এখন থেকে অসংরক্ষিত।

Advertisement
Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk twelve
  • 12/16

০৩৩৪৭/০৩৩৪৮ পাটনা-বরকাকানা-পাটনা স্পেশাল ট্রেনে থাকা ৪টি সংরক্ষিত সাধারণ শ্রেণির কামরা থেকে ৩টি- ডি-২, ডি-৩ এবং ডি-৪ হল অসংরক্ষিত।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk thirteen
  • 13/16

০৩৩৪৮/০৩৩৫০পাটনা-সিঙ্গরৌলি-পাটনা স্পেশাল ট্রেনে এখন সংরক্ষিত সাধারণ শ্রেণি রয়েছে ৪টি। তার ৩টি করে দেওয়া হল অসংরক্ষিত। সেগুলি হল ডি-২, ডি-৩ এবং ডি-৪।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk fourteen
  • 14/16

০৫৫৪৯/০৫৫৫০ জয়নগর-পাটনা-জয়নগরের ৯টি সংরক্ষিত সাধারণ শ্রেণির ৩টি হয়ে গেল অসংরক্ষিত। সেগুলি হল ডি-৭, ডি-৮ এব ডি-৯।

Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk fifteen
  • 15/16

০৩৩৩১/০৩৩৩২ ধানবাদ-পাচনা-ধানবাদ ইন্টারসিটিতে সংরক্ষিত সাধারণ শ্রেণি রয়েছে ৬টি। তার থেকে ৩টি কোচ করে দেওয়া হল অসংরক্ষিত, ডি-৪, ডি-৫ এবং ডি-৬।

Advertisement
Indian Railways IRCTC change in unreserved special train corona hits service abk sixteen
  • 16/16

রেলের আশা, এর ফলে যাত্রীদের অনেক উপকার হবে।

Advertisement