scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 1/8

রেকারিং ডিপোজিট অনেকটা ফিক্সড ডিপোজিটের মতোই। তবে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পুরো টাকা একবারে জমা রাখতে হয় আর রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ধাপে ধাপে সমান অঙ্কের টাকা জমা করতে হয়।

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 2/8

বর্তমানে অধিকাংশ ব্যাঙ্কেই রেকারিং ডিপোজিটে বার্ষিক সুদের হার ৬ শতাংশের কম। তবে এর মধ্যেও যদি রেকারিং ডিপোজিটে বার্ষিক ৭ শতাংশের উপরে সুদ পেতে চান, তাহলে স্মল ফিন্যান্স ব্যাঙ্কে রেকারিং করতে পারেন।

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 3/8

রেকারিং ডিপোজিটেও ফিক্সড ডিপোজিটের হারেই সুদ পাওয়া যায়। স্মল ফিন্যান্স ব্যাঙ্কে রেকারিং করলে সুদের হার তার চেয়েও বেশি মিলতে পারে।

Advertisement
Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 4/8

ফিক্সড ডিপোজিটের মতো রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্টেও ব্যাঙ্ক কম্পাউন্ড হারে সুদ দেয়। সাধারণত ডিপোজিটের মেয়াদের উপর নির্ভর করে এই সুদের হার নির্ধারিত হয়। প্রতিমাসে মাত্র ১০০ টাকা দিয়েও রেকারিং ডিপোজিট খোলা যায়।

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 5/8

সর্বনিম্ন ৬ মাস আর সর্বাধিক ১০ বছরের জন্য রেকারিং ডিপোজিটের পরিষেবা দেয় ব্যাঙ্কগুলি। এক বছর মেয়াদের ডিপোজিটের তুলনায় ৩ বছর মেয়াদী রেকারিং ডিপোজিটে সুদের হার বেশি পাওয়া যায়।

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 6/8

স্টেট ব্যাঙ্ক, পোস্ট অফিসের মতো সরকারি বিশ্বস্ত প্রতিষ্ঠানেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে রেকারিং ডিপোজিটের পরিষেবা দেওয়া হয়। এছাড়া বেসরকারি ক্ষেত্রে ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটে ৫.৪ থেকে ৫.৮ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 7/8

তবে এ ক্ষেত্রে স্মল ফিন্যান্স ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি। নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্কে (North East Small Finance Bank) রেকারিংয়ে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

Advertisement
Recurring Deposit: প্রতি মাসে মাত্র ১০০ টাকার Recurring Deposit, মিলবে ৭.৫% হারে সুদ!
  • 8/8

নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্কের মতো উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্কে (Utkarsh Small Finance Bank) ২ থেকে ৩ বছর মেয়াদী রেকারং ডিপোজিটের জন্যে সুদের হার ৭ শতাংশ। অধিকাংশ স্মল ফিন্যান্স ব্যাঙ্কেই রেকারিং ডিপোজিটে প্রায় সাড়ে ৬ শতাংশ থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

Advertisement