scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর! আজও বাড়ল দুই ধাতুর দাম

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 1/9

পয়লা বৈশাখের দিন বেশ খানিকটা সস্তা হয়েছিল সোনা! তবে তার পর থেকেই ফের ঊর্ধ্বমুখী সোনার দর! এপ্রিলের শুরু থেকেই আশা জাগাচ্ছে ঊর্ধ্বমুখী সোনার দর। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও।

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 2/9

একে দেশজুড়ে শুরু হয়েছে বিয়ের মরসুম, তার উপর করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে সোনা ও রুপোর দাম একটানা বেড়ে চলেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 3/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৮০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪,৬৯৯ টাকা।

Advertisement
Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৮০০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯৯০ টাকা।

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 5/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৫০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪,৯৬৯ টাকা।

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৫০০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৬৯০ টাকা।

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 7/9

এপ্রিলের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল রুপোর দর! এ মাসে এখনও পর্যন্ত রুপোর দাম কেজিতে ৫ হাজার টাকা বেড়েছে। গতকাল ১ কেজি রুপোর বাটের দাম ৬০০ টাকা কমেছিল। যদিও আজ ফের বেড়েছে রুপোর দর!

Advertisement
Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 8/9

সপ্তাহের প্রথম দিনে ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছিল ৬০০ টাকা। গতকাল ১ কেজি রুপোর বাটের দাম ৬০০ টাকা কমলেও আজ ফের ২০০ টাকা বেড়েছে ১ কেজি রুপোর বাটের দাম!

Gold and Silver Price Today: লাগাতার ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর!
  • 9/9

সপ্তাহের প্রথম তিন দিনেই রুপোর দামে যথেষ্ট অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। এই তিন দিনের ওঠা-নামা পেরিয়ে বুধবার ২০০ টাকা বেড়ে ১ কেজি রুপোর বাটের দাম ৬৮ হাজার ৮০০ টাকা যাচ্ছে।

Advertisement