scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 1/9

দেশজুড়ে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী! দেশে প্রতিদিন ২ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ!

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 2/9

রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৯,৮১৯ জন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬,৭৮,১৭২। একদিন মৃত্যু হয়েছে ৪৬ জনের। যার জেরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০,৬৫২।

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 3/9

এই পরিস্থিতিতে হাওড়া-শিয়ালদহ থেকে ভিন রাজ্যমুখী দূরপাল্লার ট্রেন বাতিল করার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে নবান্ন। যদিও বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার স্তরেই সীমাবদ্ধ রয়েছে।

Advertisement
Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 4/9

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে প্রায় ২০০ জন চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত। ফলে অসুস্থ কর্মীদের অনুপস্থিতি সামলে পরিষেবা স্বাভাবিক রাখাটাই এখন রেলের কাছে বড় চ্যালেঞ্জ!

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 5/9

এদিকে পর্যাপ্ত কর্মীর অভাবে হাওড়া ও শিয়ালদা শাখায় ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবায় আংশিক প্রভাব পড়েছে। গত দুদিনে এই দুই শাখা মিলিয়ে প্রায় কয়েকশো লোকাল ট্রেন বাতিল হয়েছে।

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 6/9

বুধবার শিয়ালদা শাখায় ৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই কারণে হাওড়া শাখায় ৫৪টি ট্রেন আজ বাতিল করা হয়েছে।

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 7/9

উল্লেখ্য, হাওড়া ও শিয়ালদা শাখায় অফিসের দিনগুলিতে সব মিলিয়ে প্রায় ১২৩০টি লোকাল ট্রেন চলে। সেখানে সোমবার পর্যন্ত সারাদিনে প্রায় ১১০০টির মতো লোকাল ট্রেন চলেছে। তবে মঙ্গলবার থেকে সংখ্যাটা কমতে শুরু করেছে।

Advertisement
Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 8/9

এই পরিস্থিতিতে নবান্ন হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া ভিন রাজ্যমুখী দূরপাল্লার ট্রেন বাতিল করতে চায়। যদিও সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন জানাতে হবে রাজ্যকে।

Train Cancellation: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, হাওড়া-শিয়ালদহ শাখার দূরপাল্লার ট্রেন বাতিলের ভাবনা রাজ্যের!
  • 9/9

রাজ্যের অনুরোধে সামগ্রিক পররিস্থিতি বিচার করে স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতি মিললে তবেই বিষয়টি রেল মন্ত্রক আর রেল বোর্ডের কাছে পাঠানো হবে। তখন হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া দূরপাল্লার ট্রেন বাতিলের বিষয়টিতে চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া যাবে। 

Advertisement