scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 1/8

ভারতে সোনা ছাড়া কোনও উৎসব বা বিয়ে সম্পূর্ণ হয় না। মানুষ সোনার সম্পদকে শুভ মনে করেন। অন্যদিকে, বিনিয়োগ পোর্টফোলিওতে সোনার সম্পদের অন্তর্ভুক্তি এক ধরনের বৈচিত্র্যের দিকে নিয়ে যায়।

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 2/8

বিনিয়োগ বিশেষজ্ঞরা মোট বিনিয়োগের ১০%-২০% সোনায় বিনিয়োগ করতে বলে। এর সবচেয়ে বড় কারণ হল সোনা শুধুমাত্র আমাদের মুদ্রাস্ফীতিকে হারাতে সাহায্য করে না বরং বিনিয়োগের ঝুঁকিও কমায়।

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 3/8

আপনি সার্বভৌম গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ, সোনার গহনা বা কয়েন বা বিস্কুটের আকারে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের এই বিভিন্ন উপকরণের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে। আমাদের জানান যে আপনার বিনিয়োগের জন্য সার্বভৌম গোল্ড বন্ড কেনা উচিত নাকি গয়না কেনা উচিত?

Advertisement
Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 4/8

সার্বভৌম গোল্ড বন্ড একটি সরকারি নিরাপত্তা। আরবিআই সরকারের তরফে এটি জারি করে। এর প্রতিটি ইউনিট এক গ্রাম সোনা দিয়ে চিহ্নিত করা হয়। এতে মাত্র ১ গ্রাম সোনা কিনে বিনিয়োগ শুরু করা যায়। একই সময়ে, একজন ব্যক্তি এবং HUF একটি আর্থিক বছরে সর্বাধিক ৪ কেজি সোনা কিনতে পারে।

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 5/8

সস্তায় সোনা কেনার পাশাপাশি এই সার্বভৌম সোনাবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে মিলবে ২.৫ শতাংশের নিশ্চিত রিটার্ন! ম্যাচিউরিটিতে সার্বভৌম সোনাবন্ড (Sovereign Gold Bond) করমুক্ত হয়ে থাকে। এই বিনিয়োগে ডিফল্ট হওয়ার ঝুঁকি কম। তাছাড়া এই বিনিয়োগে ঋণের সুবিধাও পাওয়া যায়।

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 6/8

এই বন্ড ৮ বছর পর ম্যাচিওর হয়। অর্থাৎ, ৮ বছর পর এর থেকে টাকা পাওয়া যেতে পারে। তবে ৫ বছর পরেও এর থেকে টাকা তোলা যেতে পারে। এই সোনা বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে সোনা বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ। সার্বভৌম সোনাবন্ডে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর PAN থাকা বাধ্যতামূলক।

Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 7/8

এখনও পর্যন্ত ভারতে বিনিয়োগের জন্য সোনার গহনা বা সোনামুদ্রা ইত্যাদি কিনতে বেশি পছন্দ করা হতো।  ডিজিটাল সোনার বিপরীতে, ভৌত সোনা ক্রয় অত্যন্ত গোপন রাখা হয়। আপনি যে কোনও জুয়েলার্স থেকে সরাসরি এটি কিনুন। এভাবে তৃতীয় কোনও পক্ষ এর সঙ্গে জড়িত নয়।

Advertisement
Investment on Gold: সোনার বন্ড নাকি গয়না, কোনটায় বিনিয়োগে বেশি লাভ জানেন?
  • 8/8

সোনার গহনা, কয়েন বা বার আকারে বাস্তবিক ভাবে আপনার কাছে থাকে। যদি অর্থনীতি ভেঙ্গে পড়ে, সে ক্ষেত্রে অন্য সব ধরনের সম্পদের দর পড়ে যায়। কিন্তু সোনা আপনার কাছে নিরাপদেই থাকে। মূল্যস্ফীতির সময়েও সোনার গহনা, কয়েন বা বার আপনার জন্য সহায়ক হতে পারে।

Advertisement