scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

সন্তানের স্কুল ব্যাগের ওজন কত হবে, কতক্ষণ হোমওয়ার্ক; সরকারি নিয়ম জানেন তো?

Government suggests no homework, caps school bag's weight
  • 1/8

বর্তমানে প্রায় সমস্ত স্কুলেই নতুন সিলেবাসের প্রেক্ষিতে বই-খাতার সংখ্যা বেড়েছে। ফলে স্বাভাবিক কারণেই স্কুল ব্যাগের ওজনও অনেকটা বেড়ে গিয়েছে। ভারি স্কুল ব্যাগের চাপে শৈশব তার স্বাচ্ছন্দ্য হারাচ্ছে।

Government suggests no homework, caps school bag's weight
  • 2/8

অতিরিক্ত ভারি স্কুল ব্যাগের চাপে শিশুর শরীরের গঠন, বাড়-বৃদ্ধি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে! তাই সেই চাপ থেকে পড়ুয়াদের নিস্তার দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

Government suggests no homework, caps school bag's weight
  • 3/8

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রতি ২০২০-র ‘স্কুল ব্যাগ নীতি’ প্রকাশ করেছে। এই নিয়ম অনুযায়ী, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ব্যাগের ওজন বেঁধে দেওয়া হয়েছে। 

Advertisement
Government suggests no homework, caps school bag's weight
  • 4/8

এই নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাগের ওজন কোনও ভাবেই পড়ুয়াদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হওয়া চলবে না। নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ব্যাগের ওজন ১.৬ কেজি থেকে ২.২ কেজির বেশি হওয়া চলবে না।

Government suggests no homework, caps school bag's weight
  • 5/8

একাদশ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন মোটামুটি ৩৫ কেজি থেকে ৫৮ কেজির মধ্যে ঘোরাফেরা করে। নতুন নিয়মে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন সাড়ে ৩ কেজি থেকে ৫ কেজির বেশি হওয়া চলবে না।

Government suggests no homework, caps school bag's weight
  • 6/8

স্কুল ব্যাগের বোঝা কমানোর পাশাপাশি এই নিয়মে পড়ুয়াদের উপর থেকে হোমওয়ার্কের বোঝাও কমানোর চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে।

Government suggests no homework, caps school bag's weight
  • 7/8

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে সপ্তাহে সর্বাধিক ২ ঘণ্টার হোমওয়ার্ক দেওয়া যেতে পারে।

Advertisement
Government suggests no homework, caps school bag's weight
  • 8/8

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের দিনে সর্বাধিক ১ ঘণ্টা হোমওয়ার্ক করতে দেওয়া যেতে পারে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে দৈনিক হোমওয়ার্কের সময়সীমা ২ ঘণ্টার বেশি নয়।

Advertisement