scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 1/7

সাধারণ মানুষের সুবিধায় এখন আরও সহজ হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থা। খাদ্যভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে চালু হতে চলেছে E-Ration Card।

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 2/7

নতুন নিয়মে শুধুমাত্র Ration Card-এর রেজিস্টার্ড নম্বরটি বললেই গ্রাহককে খাদ্যসামগ্রী দিয়ে দিতে পারবেন রেশন ডিলার। অর্থাৎ, নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরটি রেশন ডিলারকে জানালে তিনি সেটি যাচাই করে দেখে খাদ্যসামগ্রী দিতে পারবেন।

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 3/7

এ রাজ্যে ডিজিটাল Ration Card আগেই চালু করা হয়েছিল। তবে ওই কার্ড এখনও সকলে পাননি। ফলে করোনা মহামারির সময় Ration Card না থাকায় অনেকেই রেশন নিতে পারেননি। এই রকম সমস্যার সমাধানেই এ বার E-Ration Card চালু হতে চলেছে এ রাজ্যে।

Advertisement
E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 4/7

কী ভাবে পাবেন এই E-Ration Card? জানা গিয়েছে, খাদ্যদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://wbpds.wb.gov.in/(S(l2vcdkn24jzu2mv4vczabiwj))/CheckApplicationStatus.aspx) গিয়ে E-Ration Card-এর জন্য অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে।

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 5/7

এই অনলাইন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP ভেরিফিকেশনের পরই আবেদনকারী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন।

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 6/7

রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পরই এর সাহায্যে E-Ration Card-এর পিডিএফ পেয়ে যাবেন আবেদনকারী। E-Ration Card-এর পিডিএফ নিজের কাছে ডাউনলোড করে নিলেই কাজ শেষ।

E-Ration Card আছে? জেনে নিন কীভাবে পাবেন এই কার্ড
  • 7/7

তথ্যের ক্ষেত্রে জটিলতা এবং অন্যান্য বেশ কিছু সমস্যার কারণে এখনও অনেকেই হাতে পাননি ডিজিটাল রেশন কার্ড। এ বার তাই E-Ration card চালু করার পাশাপাশি তাই বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড।

Advertisement