দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুরক্ষিত ও সুনিশ্চিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন।
অনেকেরই ধারণা, দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায়। তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়।
সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় Fixed Deposit-এ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) বেশি সুদ দেয়।
করোনা অতিমারির ধাক্কায় দেশের অধিকাংশ মানুষের সঞ্চয় যখন তলানিতে এসে ঠেকেছে, তখন Fixed Deposit বা স্থায়ী আমানতে সুদের পরিমাণ বাড়াল HDFC লিমিটেড।
দীর্ঘ ২৯ মাস পর সুদের হারে পরিবর্তন এনেছে HDFC লিমিটেড। এর আগে ২০১৮-এর অক্টোবরে শেষ বারের মতো Fixed Deposit বা স্থায়ী আমানতে সুদের হার পরিবর্তন করেছিল HDFC লিমিটেড।
৩৩ মাস থেকে ৯৯ মাসের মেয়াদী আমানতের ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট থেকে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করেছে HDFC লিমিটেড।
নতুন হারে ৩৩ মাসের মেয়াদী আমানতের ক্ষেত্রে লগ্নিকারীদের বার্ষিক ৬.২ শতাংশ হারে সুদ দিচ্ছে HDFC লিমিটেড।
৬৬ মাসের মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদ মিলবে ৬.৬ শতাংশ হারে। একই ভাবে, ৯৯ মাসের মেয়াদী আমানতের ক্ষেত্রে লগ্নিকারীদের বার্ষিক ৬.৬৫ শতাংশ হারে সুদ দিচ্ছে HDFC লিমিটেড।