দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে।
শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার জন, প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!
এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিমা করা রয়েছে যাঁদের, তাঁদেরও একাধিক ধাপ পেরিয়ে বিমার টাকা হাতে পেতে অনেক সময় লেগে যায়। এ বার এই সমস্যার সমাধানে পদক্ষেপ করল Insurance Regulatory and Development Authority of India (IRDA)।
সম্প্রতি IRDA বিমা সংস্থাগুলিকে করোনা রোগীদের স্বাস্থ্যবিমার ক্লেম এক ঘন্টার মধ্যে তা নিষ্পত্তি করে টাকা মেটানোর দির্দেশ দিয়েছে, যাতে করোনাজয়ীরা হাসপাতালের বিলের ঝামেলা মিটিয়ে দ্রুত বাড়ি ফিরে যেতে পারেন।
আসলে, গত ২৮ এপ্রিল, দিল্লি হাইকোর্ট বিমা সংস্থাগুলিকে নির্দেশ দেয়, করোনা রোগীদের স্বাস্থ্যবিমার ক্লেম বা বিল ৩০ মিনিটের মধ্যে পাস করে দিতে হবে।
দিল্লি হাইকোর্ট বলেছে, স্বাস্থ্যবিমার ক্লেম বা বিলের অনুমোদন দিতে বিমা সংস্থাগুলি ৬-৭ ঘন্টা সময় নিতে পারে না। এতে করোনা থেকে সেরে ওঠা মানুষের হাসপাতাল থেকে ছুটি পেতে দেরি হবে। ফলে হাসপাতালে বেডের জন্য অপেক্ষা বাড়বে।
IRDA-র এই নতুন নির্দেশ অনুযায়ী, করোনা রোগীর চিকিৎসার খরচ সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল থেকে পাওয়ার এক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্যবিমার নগদহীন দাবি নিষ্পত্তি করতে হবে বিমা সংস্থাগুলিকে।