scorecardresearch
 
ইউটিলিটি

সোমবার থেকে অতিবর্ষণ ! লক্ষ্মীপুজোয় ভাসবে উত্তরবঙ্গ ! সাবধান

আবহাওয়ার ভ্রুকুটি
  • 1/10

বুধবার লক্ষ্মীপুজো আর তার আগে আবহাওয়ার পূর্বাভাসে বিপর্যয়ের ভ্রুকুটি ফলে কপালে ভাঁজ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার ভক্তদের।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 2/10

রবিবার আবহাওয়া দপ্তরের আধিকারিকদের পেশ করা রিপোর্টে জানা গিয়েছে সোমবার থেকেই অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাকে দফায় দফায় বিপর্যস্ত করবে।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 3/10

১৮ অক্টোবর সোমবার দার্জিলিং-কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১৯-২০ কোচবিহার, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 4/10

তবে তিনি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অর্থে ঝড় না হলেও দমকা হওয়া মাঝেমধ্যে লন্ডভন্ড করে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 5/10

এই মুহূর্তে নিম্নচাপ অনেকটা সরে গিয়ে উত্তর তেলেঙ্গানা সংলগ্ন অঞ্চলে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে। প্রথমে এই বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করবে। তারপরে উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 6/10

উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ও দুই দিনাজপুর, মালদাতে ভারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 7/10

২০ তারিখ উত্তরবঙ্গের দিনাজপুর ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাদবাকি উত্তরবঙ্গের জেলাতে শুধু ভারী বৃষ্টি হবে।

 

আবহাওয়ার ভ্রুকুটি
  • 8/10

উত্তরবঙ্গকে এমনিতেই দুর্গাপুজোর সময় প্রবল জলীয় বাষ্প ভুগিয়েছে। নবীন থেকে প্রবীণ সকলেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন এতটা অস্বস্তিকর পরিবেশ স্মরণাতীত কালে কখনও উত্তরবঙ্গ দেখেনি।

আবহাওয়ার ভ্রুকুটি
  • 9/10

তাই কদিন ধরেই বৃষ্টি চাইছিল উত্তরবঙ্গ। শনিবার রাত থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খানিকটা কমেছে। কয়েক পশলা বৃষ্টি ও দমকা বাতাস কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে। তবে লক্ষ্মীপুজোয় যদি বিপর্যয় হয়, তা ভালমনে মেনে নিতে পারবেন না কেউই।

 

আবহাওয়ার ভ্রুকুটি
  • 10/10

এখন লক্ষ্মীপুজোর আগে এমন পরিস্থিতিতে জিনিসপত্র কেনা কাটার থাকলে রবিবার বিকেলের পর কিংবা সোমবার প্রথম বেলায় সেরে ফেলতে পরামর্শ দেওয়া হয়েছে। নইলে বিপাকে পড়তে হতে পারে। কারণ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছেই।