শুধুমাত্র পিজি হাসপাতালেই এতদিন পর্যন্ত ভাইরাল হেপাটাইটিস বা হেপাটাইটিস বি ও সি (Hepatitis B, C)-এর পরীক্ষা করা হতো। বর্তমানে রাজ্যের ৩০টি হাসপাতালে বিনামূল্যেই মিলবে এই চিকিৎসা পরিষেবা।
হেপাটাইটিস বি ও সি-এর ভাইরাল লোডের দুটি পরীক্ষার ‘HBV DNA’ এবং ‘HCB RNA’ এক-একটির খরচ বেসরকারি ক্ষেত্রে প্রায় ৬-৭ হাজার টাকা। দু’টি পরীক্ষা একত্রে করাতে হলেও খরচ প্রায় ১২-১৩ হাজার টাকা। এর ওষুধপত্রগুলিও বেশ খরচসাপেক্ষ।
বিভিন্ন বেসরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী, Hepatitis C-এর তিন মাসের ওষুধের (সম্পূর্ণ কোর্সের দাম) দাম মোটামুটি ৬০-৭০ হাজার টাকা। Hepatitis B-এর ক্ষেত্রে রোগীকে অন্তত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ওষুধ খেতে হয়। এর খরচও সব মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা।
উল্লেখিত Hepatitis B ও Hepatitis C-এর জন্য প্রয়োজনীয় ‘HBV DNA’ এবং ‘HCB RNA’ পরীক্ষা, পাশাপাশি এই দুই রকম জন্ডিসের ব্যয়বহুল চিকিৎসা এখন বিনামূল্যেই রাজ্যের ৩০টি হাসপাতাল থেকে পাবেন বাংলার মানুষ।
কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন ছাড়াও ১২টি মেডিক্যাল কলেজ আর ১৭টি জেলা হাসপাতাল— সব মিলিয়ে মোট ৩০টি হাসপাতাল থেকে Hepatitis B ও Hepatitis C-এর ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যেই পেতে পারেন রাজ্যের মানুষ।
সরকারি সূত্রের খবর, Hepatitis B-তে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। পাশাপাশি Hepatitis C-এর সংক্রমণে ভুগছেন দেশের প্রায় ২ কোটি মানুষ। তবে আক্রান্তদের মাত্র ২ শতাংশই এই রোগের যথাযথ চিকিৎসা পান।