scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন! জেনে নিন কোনগুলি

New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 1/7

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মোট তেরোটি স্টেশনে দূরপাল্লার মেল/এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, যাত্রীদের দীর্ঘ দিনের দাবি মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 2/7

যাত্রী চাহিদা না থাকলে সাধারণত কোনও দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে নতুন কোনও স্টেশন যোগ করা হয় না। তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে নতুন ১৩টি স্টেশন যোগ করেছে রেল বোর্ড। চলুন জেনে নেওয়া যাক কোন কোন স্টেশন যুক্ত হল এই তালিকায়...

New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 3/7

বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেস এ বার থেকে দাঁড়াবে নকশালবাড়ি স্টেশনে। কলকাতা-বালুরঘাট-তেভাগা এক্সপ্রেস এ বার থেকে রামপুর বাজার স্টেশনেও থামবে।

Advertisement
New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 4/7

হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এ বার থেকে দাঁড়াবে ফালাকাটা স্টেশনে। শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস এ বার থেকে বানারহাট স্টেশনেও থামবে। 

New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 5/7

ঝাড়গ্রাম স্টেশনেই এ বার থেকে দাঁড়াবে পুরুষোত্তম এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস আর নীলাচল এক্সপ্রেস। হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস আর হাওড়া চক্রধরপুর স্পেশাল এ বার থেকে আদ্রা ডিভিশনের খড়্গপুর-বাঁকুড়া-আদ্রা লাইনের ওন্দাগ্রাম স্টেশনে দাঁড়াবে।

New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 6/7

ওন্দাগ্রাম স্টেশন ছাড়াও চক্রধরপুর স্পেশাল ট্রেনটি এ বার থেকে দাঁড়াবে গড়বেতা আর বিষ্ণপুর স্টেশনে। নিউ জলপাইগুড়ি-এমডিআর চেন্নাই এক্সপ্রেস এ বার থেকে আলুয়াবাড়ি রোড স্টেশনে দাঁড়াবে।

New Train Stoppages in Bengal: দূরপাল্লার ট্রেনের পথে যুক্ত হচ্ছে বাংলার ১৩টি স্টেশন!
  • 7/7

শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এ বার থেকে দাঁড়াবে ডালখোলা স্টেশনে। সূত্রের খবর, বাংলায় ভোটের আগে আরও কয়েকটি নতুন দূরপাল্লার ট্রেনের ঘোষণাও করা হতে পারে এ রাজ্যের জন্য।

Advertisement