scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 1/8

নন-সিএসজি (RBI Non-CSG) পদে নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রতিমাসে ৭৭,২০৮ টাকা পর্যন্ত বেতন মিলবে। ১০ এপ্রিল, ২০২১ থেকে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের পরীক্ষা। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 2/8

মোট শূন্যপদের সংখ্যা ২৯টি, এর মধ্যে গ্রেড 'বি'তে লিগাল অফিসার পদে ১১টি, ম্যানেজার (টেকনিক্যাল-সিভিল)পদে ১টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সরকারি ভাষা) পদে ১২টি, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল এবং সুরক্ষা) পদে ৫টি আসন রয়েছে।

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 3/8

যোগ্যতা: লিগাল অফিসার (গ্রেড 'বি') পদের জন্য আইন বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। ম্যানেজার (টেকনিক্যাল-সিভিল) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির পাশাপাশি অন্তত ৩ বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 4/8

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সরকারি ভাষা) পদের জন্য ইংরাজি ও হিন্দি ভাষার উপর যথেষ্ট দখল থাকা জরুরি। আবেদনকারীদের সেকেন্ড ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল এবং সুরক্ষা) পদের জন্য আবেদনকারীর ভারতীয় সেনা, নৌসেনা বা বায়ুসেনায় অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 5/8

বেতন: লিগাল অফিসার (গ্রেড 'বি') পদের বেতন প্রতি মাসে ৭৭,২০৮ টাকা পর্যন্ত। ম্যানেজার (টেকনিক্যাল-সিভিল) পদের মাসিক বেতন ৭৭,২০৮ টাকা পর্যন্ত।

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 6/8

বেতন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সরকারি ভাষা) পদের বেতন প্রতি মাসে ৬৩,১৭২ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল এবং সুরক্ষা) পদের মাসিক বেতন ৬৩,১৭২ টাকা।

RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 7/8

অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে ২৩ ফেব্রুয়ারি ২০২১ থেকে, আবেদন জানানো যাবে ১০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে ১০ এপ্রিল থেকে।

Advertisement
RBI Recruitment 2021: একাধিক শূন্যপদে কর্মী নিয়েগ করছে রিজার্ভ ব্যাঙ্ক; বেতন ৬৩,১৭২ টাকা থেকে শুরু!
  • 8/8

আবেদনের ফি জমা দিতে হবে অনলাইনে। সাধারণ, ওবিসি, পিডাব্লুডি বিভাগের প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের আবেদনের ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। বিস্তারিত জানতে ক্লিক করুন www.rbi.org.in ওয়েবসাইটে।

Advertisement