scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ষাটের আগেই খোলা যায় Senior Citizen Savings অ্যাকাউন্ট! মিলবে বাড়তি সুদ

Here are the guidelines to open Senior Citizen Savings Scheme account
  • 1/6

ব্যাংকে ফিক্সড ডিপোজিটে এখন সুদের হার যৎসামান্যই! তবে এই বাজারেও কেন্দ্রীয় সরকারের Senior Citizen Savings Scheme-এ ৭.৪ শতাংশ হারে সুদ পেতে পারেন।

Here are the guidelines to open Senior Citizen Savings Scheme account
  • 2/6

কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পে শুধুমাত্র যে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকরাই সুবিধা পাবেন, তা কিন্তু নয়। ষাটের কম বয়সীরাও এই প্রকল্পের আওতায় সেভিংস অ্যাকাউন্ট খুলে বাড়তি সুদের সুবিধা পেতে পারেন।

Here are the guidelines to open Senior Citizen Savings Scheme account
  • 3/6

এই Senior Citizen Savings Scheme-এর মেয়াদ ৫ বছর। তবে চাইলে এর মেয়াদ ৩ বছর বাড়ানো যেতে পারে। এই প্রকল্পের আওতায় কোনও ব্যক্তি সর্বাধিক ১৫ লক্ষ টাকা লগ্নি করতে পারেন। কারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন? এই প্রকল্পে আর কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক...

Advertisement
Here are the guidelines to open Senior Citizen Savings Scheme account
  • 4/6

ষাটোর্ধ্ব যে কোনও ভারতীয় নাগরিক এই Senior Citizen Savings Scheme-এ অ্যাকাউন্ট খুলতে পারেন। পঞ্চাশোর্ধ্ব এবং ৬০ বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁকে অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার এক মাসের মধ্যেই এই অ্যাকাউন্ট খুলতে হবে।

Here are the guidelines to open Senior Citizen Savings Scheme account
  • 5/6

যাঁদের ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম, যাঁরা চাকরি থেকে অবসরপ্রাপ্ত সাধারণ নাগরিক, তাঁরাও এ ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁকে অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার এক মাসের মধ্যেই এই অ্যাকাউন্ট খুলতে হবে। এই সময় পেরিয়ে গেলে সাধারণ নিয়ম অনুযায়ী, বয়স ৬০ বছর পেরনো পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে।

Here are the guidelines to open Senior Citizen Savings Scheme account
  • 6/6

আয়কর আইনের ৮০(সি) ধারায় Senior Citizen Savings Scheme-এর অ্যাকাউন্টে লগ্নিতে আয়করের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যায়। Senior Citizen Savings Scheme-এ সুদে পাওয়া যায় প্রতি ত্রৈমাসিকে।

Advertisement