scorecardresearch
 
Advertisement
কলকাতা

LPG Cylinder Price: রান্নার গ্যাসের দাম আজ আবার বাড়ল! দু'সপ্তাহে মোট ১০০ টাকা

 Cooking gas
  • 1/10

গত ২ ডিসেম্বর ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার ২ সপ্তাহের মধ্যে আরও একবার মহার্ঘ হয়ে উঠল রান্নার গ্যাস। আজ থেকে দাম বাড়ল আরও ৫০ টাকা।

 Cooking gas
  • 2/10

এই নিয়ে গত দু’সপ্তাহের মধ্যে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। 
 

 Cooking gas
  • 3/10


এদিন কলকাতায় ১৪.২ কেজি  ভর্তুকিহীন এলপিজি-র দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা। 

Advertisement
 Cooking gas
  • 4/10

চলতি মাসেরই ২ তারিখ ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। 

 Cooking gas
  • 5/10

গৃহস্থের ১৪.২ কেজি (ভর্তুকিহীন) ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ১৯ কেজি, দু’ধরনের সিলিন্ডারেরই দাম বেড়েছে এদিন।  

 Cooking gas
  • 6/10

১৯ কেজির দামও আজ ফের ৩৬ টাকা বেড়েছে। দু’দফায় মিলিয়ে মোট বেড়েছে ৯১.৫০ টাকা। ফলে কলকাতায় ১৯ কেজি এলপিজি-র দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৭ টাকা ৫০ পয়সা।

 Cooking gas
  • 7/10

বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় সিলিন্ডারের দাম বাড়ায়  হোটেল-রেস্তরাঁর মতো বাণিজ্যিক কাজকর্মের খরচও বাড়বে। 

Advertisement
 Cooking gas
  • 8/10

ধাপে ধাপে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তাতে দুশ্চিন্তায় সাধারণ মানুষ।  মাত্র এক মাসে রান্নার গ্যাসের দাম এতটা বাড়ায় ক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার।
 

 Cooking gas
  • 9/10

প্রচলিত নিয়মে প্রতি মাসের শেষ দিনে তেল সংস্থাগুলি পরের মাসের রান্নার গ্যাসের দাম জানায় ডিস্ট্রিবিউটরদের। সেই অনুযায়ী গত ৩০ নভেম্বর সংস্থাগুলি জানায়, ডিসেম্বরে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়লেও, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস একই থাকবে । কিন্তু দিন দুয়েক বাদে রআচমকাই ডিস্ট্রিবিউটরদের  জানান হয় ৫০ টাকা বাড়ছে গ্যাসের দাম। তারপর ফের একবার দাম বাড়ল এদিন। 
 

 Cooking gas
  • 10/10

বিশ্ব বাজারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্যই দেশেও তা বাড়ছে, এমনটাই দাবি করছে তেল সংস্থাগুলি। এই অবস্থায় সিলিন্ডারের দাম বাড়লেও কেন্দ্র তাঁদের প্রাপ্য ভর্তুকির অঙ্ক বাড়ায়নি, এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে গ্রাহকদের মধ্যে। 

Advertisement