scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 1/9

সেপ্টেম্বরে চিকেনের দামে বেশ চড়াই-উতড়াই চলছে। মাসের শুরুতে মুরগির মাংসের দাম কিছুটা কমেছিল। জুলাই মাসের মাঝামাঝি কিলোতে ১৫০ টাকায় বিক্রি হওয়া চিকেন অগাস্ট মাসে ২০০ টাকা ছাড়িয়ে যায়।

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 2/9

চলতি মাসের শুরুতে মুরগির মাংসের দাম বেশ কিছুটা কমে ১৮০-১৮৫ টাকা কিলো দরে বিক্রি হলেও গত সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করে দাম। গত ৫-৭ দিনে প্রায় ২০% বেড়েছে চিকেনের দাম। উৎসবের মরসুমে আরও বাড়তে পারে দাম, এমনটাই অনুমান করছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ।

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 3/9

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চিকেনের দাম প্রায় ১৫-২০ শতাংশ বেড়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...

Advertisement
Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 4/9

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১৪৫-১৫৩ টাকা, চিকেন (কাটা) ২২৫ টাকা কিলো। হাওড়া আর উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১৩৬-১৪৩ টাকা, চিকেন (কাটা) ২২৫ টাকা কিলো।

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 5/9

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১৩২-১৩৯ টাকা আর কাটা ২২০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১৩৩-১৪০ টাকা আর কাটা মাংসের দাম ২২০-২২৫ টাকা কিলো।

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 6/9

হুগলি আর বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১৩২-১৩৯ টাকা আর কাটা ২২০ টাকা কিলো। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কিলোতে ১৩৮-১৪৪ টাকা আর কাটা মাংসের দাম ২২৫ টাকা কিলো।

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 7/9

বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১৩৩-১৩৯ টাকা কিলো আর কাটা ২২০ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১৩৮-১৪৪ টাকা আর কাটা ২২৫ টাকা কিলো।

Advertisement
Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 8/9

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১৪০-১৪৬ টাকা কিলো আর কাটা ২৩৫ টাকা কিলো। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কিলো ১৪৩-১৫৬ টাকা আর কাটা ২৪০-২৫০ টাকা কিলো।

Chicken Price in Bengal: ৭ দিনে ২০% বাড়ল মুরগির মাংসের দর; আরও বাড়তে পারে দর?
  • 9/9

শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কিলোতে ১৪৭-১৫৫ টাকা আর কাটা মাংসের দাম ২৫০ টাকা কিলো। দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা ১৫০-১৬০ টাকা কিলো আর কাটা ২৫৫ টাকা কিলো। আলিপুরদুয়ারে চিকেন (গোটা) প্রতি কিলো ১৫০-১৫৬ টাকা আর কাটা মাংস ২৫০ টাকা কিলো।

Advertisement