উৎসবের মরসুমে মুরগির মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা করছিলেন সাধারণ মানুষ। তবে শেষ ৩-৪ দিন ধরে লাগাতার পড়ছে চিকেনের দর। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের অধিকাংশ জেলাতেই মাংসের দর এখন কেজিতে ২০০ টাকার নিচে নেমে গিয়েছে।
চলতি মাসের শুরু থেকেই চিকেনের দর ঊর্ধ্বমুখী ছিল। একটা সময় কেজিতে প্রায় আড়াইশো টাকায় পৌঁছে গিয়েছিল মুরগির মাংসের দাম। সেখান থেকে বর্তমানে অধিকাংশ জেলাতেই মাংসের দর প্রায় ২০-২৫ শতাংশ কমেছে। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৪-১৩২ টাকা, চিকেন (কাটা) ২০০ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১৪-১২২ টাকা, চিকেন (কাটা) ১৯৫-২০০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১০৯-১১৬ টাকা আর কাটা ১৮৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১০৯-১১৬ টাকা আর কাটা মাংসের দাম ১৮৫ টাকা কেজি।
হুগলি আর বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১০৯-১১৬ টাকা আর কাটা ১৮৫ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১১০-১১৬ টাকা আর কাটা মাংসের দাম ১৮৫ টাকা কেজি।
বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১০৭-১১৩ টাকা কেজি আর কাটা ১৮০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১০৯-১১৫ টাকা আর কাটা ১৮৫ টাকা কেজি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১২০-১২৬ টাকা কেজি আর কাটা ২০০ টাকা কেজি। কোচবিহারে মুরগির মাংসের দাম (গোটা) প্রতি কেজি ১৪১-১৪৭ টাকা আর কাটা ২৩৫ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ১২৫-১৩১ টাকা আর কাটা ২১০ টাকা কেজি।