scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

অনলাইনে Kisan Credit Card-এর জন্য আবেদন করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি

Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 1/8

কৃষকদের ঋণ-সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দিতে কৃষি দফতরের পক্ষ থেকে যে কার্ড দেওয়া হয় সেটাই Kisan Credit Card হিসাবে পরিচিত।

Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 2/8

এই কার্ড থাকলে কৃষকরা ব্যাঙ্ক থেকে সহজেই কৃষি ঋণ পাওয়ার পাশাপাশি নিখরচায় সরাসরি ফসল বিমা যোজনার আওতায় চলে আসেন।

Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 3/8

Kisan Credit Card-এর লিমিটের ৮০ শতাংশ কৃষির জন্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা আবশ্যিক৷ বাকি ২০ শতাংশ অর্থে যে কোনও পণ্য কিনতে পারেন কৃষক।

Advertisement
Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 4/8

প্রত্যেক পরিবার পিছু একটি করে Kisan Credit Card দেওয়া যেতে পারে। যে সমস্ত কৃষকের চাষযোগ্য জমি আছে, তাঁরাই Kisan Credit Card-এর জন্য আবেদন করতে পারেন। এ ছাড়াও বর্গাদাররাও Kisan Credit Card পেতে পারেন।

Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 5/8

জমির দলিল, আধার কার্ড, প্যান কার্ড আর ছবি দিয়েই ব্যাঙ্কে বা ব্লক কৃষি দফতরে গিয়ে Kisan Credit Card-এর জন্য আবেদন করা যায়।

Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 6/8

উল্লেখিত নথিগুলি ছাড়াও ব্যাঙ্কে হলফনামা জমা দিয়ে জানাতে হয় যে, ওই কৃষকের আর কোথাও কোনও ঋণ নেওয়া নেই। অনলাইনেও Kisan Credit Card-এর জন্য আবেদন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক তার পদ্ধতি...

Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 7/8

অনলাইনে Kisan Credit Card-এর জন্য আবেদন করতে হলে আপনার ব্যাঙ্কের ওয়েবসাইটে যান। সেখানে Kisan Credit Card অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন।

Advertisement
Kisan Credit Card: জানুন অনলাইনে আবেদনের পদ্ধতি
  • 8/8

Kisan Credit Card অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে ফর্মের নির্দিষ্ট অংশে নিজের পাসপোর্ট সাইজের ছবি সেঁটে প্রয়োজনীয় নথি-সহ আপনার ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় গিয়ে জমা করুন। প্রদত্য তথ্য যাচাইয়ের পর Kisan Credit Card পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

Advertisement