কৃষকদের ঋণ-সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দিতে কৃষি দফতরের পক্ষ থেকে যে কার্ড দেওয়া হয় সেটাই Kisan Credit Card হিসাবে পরিচিত।
এই কার্ড থাকলে কৃষকরা ব্যাঙ্ক থেকে সহজেই কৃষি ঋণ পাওয়ার পাশাপাশি নিখরচায় সরাসরি ফসল বিমা যোজনার আওতায় চলে আসেন।
Kisan Credit Card-এর লিমিটের ৮০ শতাংশ কৃষির জন্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা আবশ্যিক৷ বাকি ২০ শতাংশ অর্থে যে কোনও পণ্য কিনতে পারেন কৃষক।
প্রত্যেক পরিবার পিছু একটি করে Kisan Credit Card দেওয়া যেতে পারে। যে সমস্ত কৃষকের চাষযোগ্য জমি আছে, তাঁরাই Kisan Credit Card-এর জন্য আবেদন করতে পারেন। এ ছাড়াও বর্গাদাররাও Kisan Credit Card পেতে পারেন।
জমির দলিল, আধার কার্ড, প্যান কার্ড আর ছবি দিয়েই ব্যাঙ্কে বা ব্লক কৃষি দফতরে গিয়ে Kisan Credit Card-এর জন্য আবেদন করা যায়।
উল্লেখিত নথিগুলি ছাড়াও ব্যাঙ্কে হলফনামা জমা দিয়ে জানাতে হয় যে, ওই কৃষকের আর কোথাও কোনও ঋণ নেওয়া নেই। অনলাইনেও Kisan Credit Card-এর জন্য আবেদন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক তার পদ্ধতি...
অনলাইনে Kisan Credit Card-এর জন্য আবেদন করতে হলে আপনার ব্যাঙ্কের ওয়েবসাইটে যান। সেখানে Kisan Credit Card অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন।